শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০৭:৪৯ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২১, ০৮:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলিতে নিহত ২

জেরিন আহমেদ: [২] সোমবার (৩১ মে) সন্ধ্যায় শহরের রুমালিয়ারছড়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

[৩] জেলা শহর পুলিশ ফাঁড়ি আইসি মোহাম্মদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

[৪] নিহতরা হলেন- রুমালিয়ারছড়া এলাকার লেদু মিয়ার ছেলে মোহাম্মদ সাহেদ (২৮) ও তার সহযোগী বাঁচামিয়ার ঘোনা এলাকার নুরুল করিমের ছেলে রায়হানুল ইসলাম রায়হান (২৫)।

[৫] পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুমালিয়ারছড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী আশু আলী গ্রুপের সঙ্গে আরেক সন্ত্রাসী রায়হান গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। মূলত একটি জমিকে ঘিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ সময় মোহাম্মদ সাহেদকে গুলি করে ও রায়হানুল ইসলাম রায়হানকে কুপিয়ে জখম করা হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

[৬] কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বিপুল চন্দ্র দে বলেন, নিহত দুইজনের মধ্যে রায়হানের বিরুদ্ধে দুটি হত্যা ও একটি ছিনতাইয়ের মামলা রয়েছে। দুই গ্রুপ আধিপত্য নিয়ে বিভিন্ন সময় সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ অভিযান চালিয়ে গ্রুপের সদস্যদের গ্রেফতার করলেও জামিনে বেরিয়ে আবারও তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। সূত্র: ঢাকা পোস্ট, সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়