মিনহাজুল আবেদীন: [২] ভারত থেকে বৈধভাবে দেশে আসা যাত্রীদের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কঠোরভাবে। প্রত্যেক যাত্রীর অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে, নেয়া হচ্ছে করোনা পরীক্ষার নমূনা। অথচ ভারত থেকে পণ্য নিয়ে আসা শত শত ট্রাকচালক ও খালাসিদের স্বাস্থ্যবিধির কোনও বালাই নেই। শুধু লোক দেখানো স্প্রে করেই বন্দরে প্রবেশ করছে তারা। সময়টিভি
[৩] হিলি পানামা পোর্টের তথ্যমতে, বন্দর অভ্যন্তরে এক সপ্তাহের বেশি সময় ধরে খালাসের অপেক্ষায় আছে ২ শতাধিক ভারতীয় পণ্যবাহী ট্রাক। আর এসব ট্রাকের চালক ও খালাসিরা মাস্ক ছাড়া অবাধে চলাচল করছে বন্দর অভ্যন্তরে। এতে করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার আশঙ্কা স্থানীয়দের। সবার মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক।
[৪] হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ বলেন, আমরা করোনা নেগেটিভ সনদ ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অটুট আছি। জিরো পয়েন্ট থেকে জীবণুনাশক স্প্রে করা হচ্ছে, যাতে করোনার সংক্রমণ বৃদ্ধি না পায়।
[৫] হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত কওে ও করোনা নেগেটিভ সনদ নিয়ে যেনো ভারতীয় ট্রাক চালকরা দেশে প্রবেশ করে, এজন্য বাংলাদেশি ব্যবসায়ীদের মাধ্যমে ভারতীয় ব্যবসায়ীদের বারবার তাগাদা দেয়া হচ্ছে। সম্পাদনা: মেহেদী হাসান