শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৫:২৭ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২১, ০৫:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিএসএলে প্রটোকল ভাঙলেই শাস্তির মুখোমুখি হতে হবে ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক: [২] ৫ জুন থেকে আবারও মাঠে গড়াতে যাচ্ছে গত মার্চের শুরুতে স্থগিত হয়ে যাওয়া পাকিস্তান সুপার লিগের বাকি অংশের খেলা, করোনা বাস্তবতায় টুর্নামেন্ট নির্বিঘ্নে সম্পন্ন করতে কঠোর দেশটির ক্রিকেট বোর্ড।

[৩] প্রটোকল ভাঙার অভিযোগ এনে পিএসএলের বাকি অংশ থেকে বহিষ্কার করা হয়েছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের পেসার নাসিম শাহকে, যদিও পরে তাকে খেলার অনুমতি দেওয়া হয়েছে। তবে সেই ঘটনাকে উল্লেখ করে নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়ে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড।

[৪] এবার নিজেদের আরও কঠোরতার বিষয়ে জানিয়ে দিলো পিসিবি, সামান্য প্রটোকল ভাঙলেই শাস্তির মুখে পড়তে হবে ক্রিকেটারদের। সেই শাস্তি পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে, সর্বনিম্ন ২৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা থেকে শাস্তির শুরু; সর্বোচ্চ ৩ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন ক্রিকেটাররা, এই শাস্তি ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফ ও কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

[৫] প্রথমবার প্রটোকল ভাঙলে ২৫ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হবে, দ্বিতীয় বার ৫০/৭৫ শতাংশ জরিমানার পাশাপাশি ৩ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ করা হতে পারে। জৈব সুরক্ষা বলয়ের বাহিরে গেলে ম্যাচ ফি ১০০ শতাংশ জরিমানার পাশাপাশি ৪ ম্যাচ নিষিদ্ধ হবেন ক্রিকেটার, কোচিং স্টাফ ও কর্মকর্তারা।

[৬] প্রটোকল গুলোর মধ্যে থাকবে, বাস বা গাড়িতে ভ্রমণের সময় মাস্ক না পরা, অন্যান্য ব্যক্তিদের নিকটে বসে, লাউঞ্জে, বিমান ভ্রমণের আগে, অনুশীলন বা ম্যাচের জন্য মাঠে নামার আগে হাত স্যানিটাইজ না করা এবং ট্র্যাকিং অ্যাপ্লিকেশনটিতে কোভিড-১৯ লক্ষণ নিয়মিত আপডেট না করার মতো ছোটখাটো বিষয়ও। - জিও নিউজ / ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়