অমল তালুকদার: [২] পাথরঘাটা উপজেলার দক্ষিণ কাঠালতলী এলাকার বাসিন্দা আরিফ হোসেনের আড়াই বছরের শিশু কন্যা আরিফা বাড়ির পাশের খালের কাছে খেলতে গিয়ে নিখোঁজ হয় ।
[৩] শুক্রবার বেলা ৯টার দিকে দক্ষিণ কাঠালতলী স্লুইজের খালে শিশুটি নিখোঁজ হয়।
[৪] ঘটনার সময় তার সঙ্গে আরো একটি শিশু খেলা করছিল বলে প্রতিবেশীরা জানায়।পরিবারের অলক্ষে শিশুটি নিখোঁজ হওয়ার পরে স্বজনরা ব্যাপক সন্ধান চালায় ওই খালে।
[৫] দক্ষিণ কাঠালতলী এলাকার বাসিন্দা শওকত হাসান মিলন জানান,প্রায় ৮ ঘন্টা পর বিকেল পাঁচটার দিকে ৪ কিলোমিটার দক্ষিণে বয়ায়গুদিঘাটা নামক স্থানে শাহানা বেগম নামক জনৈক মহিলার মাছধরা জালে সন্ধান মেলে মৃত শিশুটির ।
[৬] স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় অপর একটি শিশু তার সঙ্গে খেলা করছিল।
[৭] শিশুটির মৃত্যুতে মা-বাবা সহ পরিবারে চলছে শোকের মাতম এবং এলাকায় শোকবহ পরিবেশ বিরাজ করছে। সম্পাদনা: জেরিন আহমেদ