শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ০৪:৪৬ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২১, ০৪:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারদ মামলায় অবশেষে জামিন পেলেন তৃণমূলের চার নেতা

সুমাইয়া ঐশী:  [৩] দুর্নীতি দায়ে সিবিআইয়ের করা মামলায় জামিন পেয়েছেন আলোচিত চার নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টপাধ্যায়। কলকাতা হাইকোর্টে দুই বিচারপতির বেঞ্চে তাদের জামিন না মঞ্জুর করে গৃহবন্দী করার নির্দেশ দেওয়া হয়েছিলো। তবে এরপর পাঁচ বিচারপতির বৃহৎ বেঞ্চে মামালাটি সরানো হয়। শুক্রবার ছিলো এই মামলার শুনানি। আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস

[৪] পাঁচ বিচারপতির বেঞ্চ থেকে আগেই বলা হয়েছিলো, জামিন সংক্রান্ত বিষয়ে শুনানি হবে প্রথমে, মামলাটি অন্য রাজ্যে সরানো হবে কিনা তা নিয়ে শুনানি হবে পরে। এসময় জামিন মঞ্জুর করে আদালত প্রশ্ন করেন, এই মামলার তদন্ত শুরু হয়েছে ২০১৭ সালে। তখন থেকে এখন পর্যন্ত তারা যথেষ্ট প্রভাবশালী। তাহলে এতো বছর পর এসে এই মামলার চার্চশিট কেন জমা দিলো সিবিআই?

[৫] জামিন পাওয়ার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী তুষার মেহতা বেশ কয়েকটি শর্তের সাপেক্ষে জামিন দেওয়ার অনুরোধ জানিয়েছেন। জামিনে বের হয়ে এই মামলা নিয়ে যাতে সংবাদমাধ্যমে তারা কোনও মন্তব্য না করেন, কোর্টে প্রয়োজন অনুযায়ী হাজিরা দিতে হবে এবং যাতে কোনও জমায়েত তারা করতে না পারেন তা নিয়ে আদেশ দিতে আদালতকে অনুরোধ জানানো হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়