শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ০৫:৫৮ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২১, ০৫:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লুকাশেঙ্কো বেলারুশকে ‘ইউরোপের উত্তর কোরিয়া’য় পরিণত করেছেন একনায়ক লুকাশেঙ্কো, অভিযোগ শ্বেতলানার

লিহান লিমা: [২] লিথুয়ানিয়ায় নির্বাসিত বেলারুশের বিরোধী দলিয় নেত্রী শ্বেতলানা তিখানোভস্কায়া অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বেলারুশকে ‘ইউরোপের উত্তর কোরিয়া’য় পরিণত করেছেন। ইউরো নিউজ

[৩] বুধবার ভিডিও কলে ইউরোপিয় পার্লামেন্টের বৈঠকে শ্বেতলানা এই মন্তব্য করেন। এই সময় তিনি লুকাশেঙ্কোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। তিনি বেলারুশে নতুন বিদেশী বিনিয়োগ বন্ধ এবং বেলারুশের মূল রপ্তানিকৃত পণ্য তেল, ধাতুজ দ্রব্য, সারসামগ্রী ও কাঠের ওপর নিষেধাজ্ঞারোপের আহ্বান জানান।

[৪] ইউরোপিয় ইউনিয়ন জানায়, বিমান ছিনতাইয়ের ঘটনার পর সংস্থাটি লুকাশেঙ্কো সরকারের ওপর আরো নিষেধাজ্ঞারোপের বিবেচনা করছে। গত সপ্তাহে বেলারুশ হয়ে গ্রীস থেকে লিথুয়ানিয়াগামী রায়ানএয়ারের একটি ফ্লাইট রাজধানী মিনস্কে নামাতে বাধ্য করে দেশটির কর্তৃপক্ষ। বিমানে থাকা লুকাশেঙ্কোর কঠোর সমালোচক ও সাংবাদিক রোমান প্রোটাসেভিচকে (২৬) গ্রেপ্তার করা হয়। তার ওপর দেশে দাঙ্গা উস্কে দেয়ার অভিযোগ আনা হয়। রুশ টিভিতে দেয়া সাক্ষাতকারে লুকাশেঙ্কো দাবী করেন, ‘রোমান দেশে রক্তক্ষয়ী বিপ্লবের পরিকল্পনা করেছেন।’ ইইউ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ রোমানের অতিসত্ত্বর মুক্তির আহ্বান জানিয়েছে।

[৫] গত আগস্টের বিতর্কিত নির্বাচনের পর থেকে বেলারুশে লুকোশেঙ্কো বিরোধী বিক্ষোভ চলছে। ২৬ বছর ধরে বেলারুশকে শাসন করা একনায়ক লুকাশেঙ্কো বিরোধী দলীয় নেতাদের নির্বাসন দিয়েছেন, সমালোচক ও ভিন্নমতাবলম্বীদের বন্দি করেছেন এবং শতশত বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়