মাহামুদুল পরশ:[২] সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এর একটি প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সিএনএন এর ঐ প্রতিবেদনে একটি সমীক্ষা প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, শুধুমাত্র ২০১৯ সালেই চীনে ৮০ হাজারের বেশি বিবাহ বিচ্ছেদ ঘটছে। এবিবি ১৭, ফ্লিপবোর্ড
[৩] বিবাহ বিচ্ছেদের পর সাধারণত সন্তানের অভিভাবকত্ব নিয়ে উভয় পক্ষের মধ্যেই একটি আইনি লড়াই চলে। চীনের আইন অনুযায়ী, বিচ্ছেদের পর সন্তানের বয়স যদি ৬ বছর অথবা তার কম হয় এবং সন্তানের মা যদি তার অবিভাবকত্বের দাবী করেন, সেক্ষেত্রে কোনও আইনি সিদ্ধান্ত ছাড়াই তা মায়ের পক্ষে যাবে।
[৪] তবে ২০১৯ সালের বিবাহ বিচ্ছেদ হওয়া অধিকাংশ ঘটনার ক্ষেত্রে পুরুষরা দাবী করছেন, এই আইনের ব্যবহার করে সাবেক স্ত্রীরা শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য সন্তানদের ব্যবহার করছে এবং এরপর দ্বায়িত্বহীনভাবে সন্তানকে লালনপালন করছে।
[৫] বেইজিংয়ের ল ফার্ম এর ডেপুটি ডিরেক্টর, চীনের রাষ্ট্রবিজ্ঞান এবং আইন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং তার দলের একটি সমীক্ষায় দেখা গেছে, ২০১৯ সালের বিচ্ছেদের ঘটনার অধিকাংশ ক্ষেত্রে সন্তানের বয়স ৬ বছরের কম ছিলো।
[৬] শিশুর মানসিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সংগঠন বলছে, বাবা-মায়ের বিচ্ছেদ সন্তানের মানসিক স্বাস্থ্যে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে। তার ওপর অভিভাবকত্বের লড়াই তাদের মানসিকতায় অক্রমণাত্বক মনোভাব গেঁথে দেয়। এতে করে আগামী প্রজন্মের এই শিশুরা সুস্থ মানসিকতা নিয়ে গড়ে উঠবে না। সংস্থাগুলো আরও বলছে, ভবিষ্যতে এসব শিশু বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে পড়তে পারে। সম্পাদনা: সুমাইয়া ঐশী