শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০৭:৫১ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২১, ০৭:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০২১ এর এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ২০২৩ সালে: এসিসি

স্পোর্টস ডেস্ক: [২] করোনার ধাক্কা আরও একটি খেলার প্রতিযোগিতায়। শেষমেশ বাতিলই হয়ে গেল চলতি বছরের এশিয়া কাপ। অবশ্য বিষয়টি আগে থেকেই অনুমেয় ছিল। অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার।

[৩] অবশেষে রোববার (২৩ মে) এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পক্ষ থেকে এক বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে, এ বছর আর বসছে না এশিয়া কাপ ক্রিকেটের আসর।

[৪] করোনা সংক্রমণের জেরে প্রথমে গত বছর বাতিল করতে হয়েছিল এশিয়া কাপ। চলতি বছর তা হওয়ার কথা থাকলেও কোভিড সংক্রমণের দাপটে শেষমেশ তা আরও দুই বছর পিছিয়ে গেল।

[৫] এশিয়া কাপে অংশগ্রহণকারী দেশগুলো আগামী দুই বছর ঠাসা ক্রীড়াসূচি রয়েছে। ফলে এর মধ্যে এশিয়া কাপের জন্য আলাদা করে সময় বের করা সম্ভব হয়নি। তাই এসিসির সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৩ সালে হবে এশিয়া কাপ।

[৬] বিবৃতিতে বলা হয়েছে, গত বছর কোভিড-১৯ সংক্রমণের জেরে এসিসি এক্সিকিউটিভ বোর্ডকে বাধ্য হয়ে পিছিয়ে দিতে হয়েছিল এশিয়া কাপ। তারপর থেকেই চেষ্টা চলেছে ক্রীড়াসূচির জন্য প্রয়োজনীয় সময় বের করার। কিন্তু এই বছরেও করোনার জেরে কার্যত একইরকম অবস্থা তৈরি হওয়াতে সে কাজ খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। কোনো উইন্ডোই পাওয়া যাচ্ছে না। তাই সব স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করার পরে এশিয়া কাপ ফের পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

[৭] পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৩ সালের এশিয়া কাপ আয়োজন করবে শ্রীলঙ্কা। দ্রুতই দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে এসিসি। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়