শিরোনাম
◈ চিকিৎসা খরচ কমাতে বড় পদক্ষেপ সরকারের ◈ যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড আরোপ দুঃখজনক হলেও অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা ◈ হাসনাতের আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল: চেম্বার আদালতের রায় ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক কি পুনর্গঠন হবে? : ফরেন পলিসির বিশেষ প্রতিবেদন ◈ ধর্মঘট প্রত্যাহার, এলপি গ্যাস বিক্রি শুরু ◈ 'হাইব্রিড নো ভোটের' মানে কী? ◈ জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিতে খসড়া প্রস্তুত ◈ গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ◈ ২৯৫ অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ করবে সরকার: সাইদুর রহমান ◈ রেমিট্যান্স জমায় কড়াকড়ি, ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০১:২৩ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২১, ০১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘দ্য সাকুরা’ নামের একটি হীরা বিক্রি হয়েছে ২ কোটি ৯৩ লাখ ডলার

ডেস্ক নিউজ : এই গোলাপী হীরার দাম বাংলাদেশি মুদ্রায় ২৪৯ কোটি টাকারও বেশি । বিশ্বের সবচেয়ে দামি পার্পল-পিঙ্ক ডায়মন্ডটি হংকং-এ এক নিলাম ঘরের মাধ্যমে বিক্রি হয়েছে।

জাপানের চেরি ফুলের আরেক নাম সাকুরা বটে! রঙের মিল থাকা রত্নটি এ জাতের বিশ্বের সবচেয়ে বড় হীরা। নিলামের নেপথ্য প্রতিষ্ঠান ক্রিস্টি এ কথা জানিয়েছে।

সিএনএন এক প্রতিবেদনে জানায়, নিখুঁত ও নিশ্ছিদ্র হীরাটি একটি সাধারণ প্লাটিনাম আংটির ওপর বসানো হয়েছে। মাত্র ৪ ভাগ গোলাপী হীরার রঙ এতটা গভীর ও প্রাণবন্ত বলে জানায় নিলামকারী।

ক্রিস্টির পক্ষ থেকে বলা হয়, রবিবারের এই বিক্রি অলংকারের নিলামে ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকলো।

অবশ্য প্রত্যাশার চেয়ে অনেকটা কম দামে বিক্রি হয়েছে ‘দ্য সাকুরা’। প্রাথমিকভাবে ৩ কোটি ৮০ লাখ ডলারের আশা করেছিল নিলামকারী। কিন্তু ২ লাখ ৯৩ লাখ ডলারে সন্তুষ্ট থাকতে হলেও এটি এখন পর্যন্ত সবচেয়ে দামি হীরা। এর আগে সোথবে নিলাম ঘর জেনেভায় একটি ১৪.৮ ক্যারাটের রত্ন পাথর বিক্রি করে ২ কোটি ৭০ লাখ ডলার মূল্যে।

গোলাপী হীরায় সাধারণত একাধিক আবহ দেখা যায়। সাকুরায় প্রাধান্য পেয়েছে প্রচ্ছন্ন বেগুনি আভা। এ দিন আরও কিছু রত্ন উচ্চমূল্যে বিক্রি হয়। তবে বাইন অ্যান্ড কোম্পানির এক গবেষণায় জানা যায়, করোনা মহামারির প্রাদুর্ভাবের কারণে ২০২০ সালে বিশ্বব্যাপী হীরা বিক্রি কমেছে ১৫ শতাংশ। সূত্র: দেশ নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়