শিরোনাম
◈ লুৎফুজ্জামান বাবর দম্পতির স্বর্ণ ১৪০ ভরি, নগদ ও ব্যাংকে আছে ২০ কোটি টাকা ◈ আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি ◈ টেকনাফে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব ◈ প্লট দুর্নীতি: হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব্রুয়ারি ◈ সমঝোতা জটিলতায় ১১ দলীয় জোটে উন্মুক্ত আসনের সম্ভাবনা ◈ পুরোনো রাজনীতি বনাম নতুন ব্যবস্থা: বাংলাদেশের সামনে কঠিন নির্বাচন ◈ মক্কার গ্র্যান্ড মসজিদে বাংলাদেশি কর্মীর নিঃস্বার্থ মানবিকতা ভাইরাল, সৌদি কর্তৃপক্ষের সম্মাননা ◈ শিক্ষার লক্ষ্য চাকরির প্রস্তুতি নয়, সৃজনশীল মানুষ গড়া: দক্ষিণ এশীয় সম্মেলনে ড. ইউনূস ◈ ৬৭ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু, করবেন যেভাবে ◈ বেনাপোল বন্দরে পাসপোর্টধারী যাতায়াত ১,৫২১ জন, আমদানি–রফতানি ৩০০ ট্রাক

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০৭:০৬ বিকাল
আপডেট : ২২ মে, ২০২১, ০৭:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তোফায়েল আহমেদ: দৃস্টি আকর্ষণ

তোফায়েল আহমেদ: আজ উত্তরায় বারডেম এর একটি সিস্টার অর্গানাইজেশনে মেডিকেল সেবার জন্য গেলাম। সেখানে সেবা পেতে আমার কোন অসুবিধা হয়নি। টেস্ট এবং চিকিৎসকের সেবা সবই ঠিমত পেয়েছি। একটি হাসপাতাল সেবা বহির্ভূত বিষয় দীর্ঘদিন ধরে দেখে আসছি। সেটি নিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করছি। প্রতিদিন এই মেডিকেল সেন্টারের সামনে বিভিন্ন ঔষধ কোম্পানীর অসংখ‌্য প্রতিনিধি এ সেন্টারে আসা মাসুষদের উত‌্যক্ত করে। রোগী সেন্টার থেকে বের হবার সাথে সাথে তারা প্রেসক্রিপশান দেখা ও মোবাইল ফোনে প্রেসক্রিপশানের ছবি তোলার জন্য পাগল হয়ে পড়ে।

দ্বিতীয বিষয়: আজ (২২/০৫/২০২১) যেটি দেখলাম তা এক ভিন্ন চিত্র। কোন একটি ঔষধ কোম্পানীর একজন প্রতিনিধি নানা কার্টুন ভর্তি খাবারের প‌্যাকেট নিয়ে সেন্টারে ঢুকে সেন্টারের ডাক্তার ও নানা পর্যায়ের কর্মিদের নানা কক্ষ ও টেবিলে তা বিতরণ করতে থাকে। তবে একটি সম্মানজনক ব‌্যতিক্রম দেখে এবং তরুণ দু’জন বিশেষজ্ঞ চিকিৎসকের দৃঢতা দেখে মুগ্ধ হলাম। দু’জন চিকিৎসকই এ কোম্পানীর প্রতিনিধিকে তাদের কক্ষে ঢুকতে দেননি এবং তাদের খাবারের প‌্যাকেটও গ্রহণ করেননি। আমি ঔষধ কোম্পানীর প্রতিনিধি ও ঐ দুই ডাক্তারের সহকারি এবং একজন ডাক্তারের সাথে কথা বললাম। কোম্পানীর প্রতিনিধির মধ্যে কোন ভয়-ভীতি রাখঢাক ছিল না। কোম্পানীর নামটি অকপটে বলল। ডাক্তারের সহকারিরা বললেন, এই ম‌্যাডামরা ঔষধ কোম্পানীর কোন অর্থ-উপঢৌকন গ্রহণ করেন না। একজন ম‌্যাডামকে জিজ্ঞেস করলে তিনি মাস্কের ভিতরে শুধু একটু হাসলেন। বেশী কিছু বলতে চাইলেন না। যা বললেন বা বললেন না, তা হলো-নিজে বেঁচে থাকার চেস্টা করি, কিন্তু সিস্টেমে কিছু করতে পারি না।

লেখাটি লেখকের ফেসবুক থেকে নেওয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়