শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০৬:৩২ বিকাল
আপডেট : ২২ মে, ২০২১, ০৬:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বকাপ আরচ্যারির ফাইনালে রোববার বাংলাদেশ ও নেদারল্যান্ড মুখোমুখি

নিজস্ব প্রতিবেদক: [২] ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় বাংলাদেশের আরচ্যারি। সুইজারল্যান্ডের লুজান এক্সিলেন্স আরচ্যারি সেন্টারে বিশ্বসেরা হওয়ার জন্য রোববার ২৩ মে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় তীর-ধনুক হাতে মাঠে নামবেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। প্রতিপক্ষ নেদারল্যান্ডসের ভ্যান ডেন বার্গ ও ক্লোসার গ্যাব্রিয়েলা।

[৩] নেদারল্যান্ডসকে হারাতে পারলে প্রথমবারের মতো বিশ্ব আরচ্যারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব নিশ্চিত হবে। স্বর্ণ জিততে ব্যর্থ হলেও রানার্স আপ হলেও বাংলাদেশের আরচ্যারির ইতিহাসের অংশ হয়ে থাকবে লুজান। কারণ বিশ্ব আরচ্যারিতে বাংলাদেশের এটাই হবে সর্বোচ্চ অর্জন।

[৪] গত দুই বছরে বাংলাদেশের আরচ্যারির আন্তর্জাতিক অঙ্গনে এই অবস্থানের নেপথ্যে কাজ করছেন জার্মান কোচ ফ্রেডরিক মার্টিন। তিনি ফাইনালের আগের দিন বাংলাদেশের আরচ্যারি প্রেমীদের রোমান ও দিয়ার সঙ্গে থাকার অনুরোধ জানিয়েছেন, আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকুন।

[৫] কোচের মতো রোমান সানাও সবার কাছে দোয়া চেয়েছেন, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন স্বর্ণ জিততে পারি। মাত্র ১৭ বছর বয়সে বিশ্বসেরাদের মঞ্চে দিয়া সিদ্দিকী। বয়স অল্প হলেও আবেগ দূরে ঠেলে পেশাদারিত্বের সুর তার কণ্ঠে, দোয়া করবেন আমরা যেন সেরাটা দিতে পারি।

[৬] কোচ, রোমান ও দিয়া তিন জনই এই সাফল্যের জন্য পৃষ্ঠপোষক তীর গ্রুপকে ধন্যবাদ জানিয়েছেন, তীর গ্রুপের পৃষ্ঠপোষকতার জন্য আমরা আজ এই টুর্নামেন্টে খেলতে পারছি। তাদের পৃষ্ঠপোষকতায় প্রশিক্ষণসহ অন্যান্য বিষয় দারুণভাবে হচ্ছে। এই সাহায্য অব্যাহত রাখলে আমরা আরো ভালো কিছু করতে পারব ইনশাআল্লাহ।

[৭] ২০১৯ সালে নেদারল্যান্ডসে বিশ্ব আরচ্যারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে টোকিও অলিম্পিক নিশ্চিত করেছিলেন রোমান। ২০১৯ থেকে ২০২১। দু’বছরের ব্যবধান। এই সময়ে বিস্তর তফাৎ দেশের আরচারিতে। দুই বছর পর দিয়া সিদ্দিকীকে নিয়ে সেই রোমান সানা এখন লড়বেন রিকার্ভ মিশ্র দলগতে স্বর্ণপদকের জন্য। এর আগে বৃহস্পতিবার ২০ মে রিকার্ভ মিশ্র দলগতের ইলিমিনেশন রাউন্ডে ৫-৩ সেটে ইরানকে, ৫-১ সেটে জার্মানিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন তারা। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে স্পেনের সঙ্গে প্রথম পর্যায়ে ৪-৪ সেট পয়েন্টে সমতা হয়।

[৮] পরবর্তীতে দলের দুই জন আরচ্যার ১টি করে তীর ছুঁড়লে বাংলাদেশের স্কোর হয় (১০+৯) ১৯ এবং স্পেনের স্কোর হয় (৯+৩) ১২। শেষ তীরের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ ৫-৪ সেটে স্পেনকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ ৫-৩ সেটে কানাডাকে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠে যান রোমান সানা ও দিয়া সিদ্দিকী। ফাইনালে উঠে এখন স্বর্ণজয়ের দিকেই চোখ তাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়