মিনহাজুল আবেদীন: [২] বৃহস্পতিবার (২০ মে) সিএমএম কোর্টে সাংবাদিকদের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার বলেন, রোজিনা ইসলামের জামিন পাওয়াটা কোনও অনুগ্রহ নয়, জামিন পাওয়াটা তার মৌলিক অধিকার। দয়া করে তার বিষয়টা মঞ্জুর করা হোক। যমুনা টিভি
[৩] প্রশান্ত কুমার কর্মকার বলেন, সুনানি শেষ হয়েছে, রেকর্ড পর্যালোচনা চলছে। তারপর আদেশ দেয়া হবে। তিনি নথি চুরি করেছেন- এজাহার ও জব্দ তালিকা তা সমর্থন করে না।
[৪] তিনি বলেন, রাষ্ট্রপক্ষ স্বীকারোক্তিমূলক ভিডিও ফুটেজের কথা বলেছে কিন্তু সেটা তর্কিত। আমদানিকৃত ও তর্কিত বিষয়ের উপর নির্ভর না করে এজহার ও জব্দকৃত আলামতের উপর ভিত্তি করে শুনানীর আবেদন করেছি আমরা।
[৫] রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, জামিনের আদেশ কীভাবে হবে জানি না। আগামী সাত দিনের মধ্যে দেয়া হবে কিনা সেটিও বলা যাচ্ছে না। তবে স্বল্প সময়ের মধ্যে দেয়া হবে। জনগণের স্বার্থে কোর্ট ও সরকার সর্বদা কাজ করছে। সম্পাদনা: মহসীন