শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ০৬:০৩ বিকাল
আপডেট : ১৯ মে, ২০২১, ০৬:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৬ চমকে আয়ারল্যান্ড ও উইন্ডিজ সফরে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: [২] আসন্ন ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড সফরের জন্য টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। এই সফর দিয়ে আবারো অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল এবি ডি ভিলিয়ার্সের। কিন্তু নিজের সিদ্ধান্ত অটল থেকে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাতেও প্রোটিয়াদের দলে উঠে এসেছে একঝাঁক নতুন মুখ।

[৩] নতুন অধিনায়ক ডিন এলগারের নেতৃত্বে টেস্ট সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে অনভিষিক্ত ৬ ক্রিকেটার জায়গা পেয়েছেন। যেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অলরাউন্ডার প্রেনেলান সাব্রায়েন ও সম্প্রতি টি-টোয়েন্টি দিয়ে অভিষিক্ত পেসার লিজাড উইলিয়ামস। অন্যদিকে এখনো অভিষেকের অপেক্ষায় থাকা চার ক্রিকেটার কিগান পিটারসেন, সারেল এরউই, মার্কো ইয়ানসেন ও কাইল ভেরেইনা ও জায়গা করে নিয়েছেন।

[৪] ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ দিয়ে টেস্ট অধিনায়কত্বের অভিষেক হতে যাচ্ছে ডিন এলগারের। আগামী ১০ জুন শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু ১৮ জুন।

[৫] এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টি-টোয়েন্টি ২৭ জুন। পরের চারটি ২৮ ও ৩০ জুন এবং ২ ও ৪ জুলাই।

[৬] পরে আয়ারল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দক্ষিণ আফ্রিকা। দুই দলের মাঠের লড়াই শুরু আগামী ১১ জুলাই, ওয়ানডে দিয়ে।

[৭] দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াড : ডিন এলগার (অধিনায়ক), টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, সারেল এরউই, বিউরান হেনডরিকস, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, এইডেন মারক্রাম, ভিয়ান মুল্ডার, এনরিচ নর্টজে, কিগান পিটারসেন, কাগিসো রাবাদা, রসি ফন ডার ডাসেন, কাইল ভেরেইনা, তাবরাইজ শামসি, লিজাড উইলিয়ামস, প্রেনেলান সাব্রায়েন ও মার্কো ইয়ানসেন।

[৮] দক্ষিণ আফ্রিকা ওয়ানডে ও টি-টোয়েন্টি দল : টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিয়ন ফরটুইন, রেজা হেনড্রিকস, হেরিখ ক্লাসেন, জর্জ লিন্ডা, সিসান্ডা মাগালা, কেশব মহারাজ, জানেমান মালান, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিচ নর্টজে, আন্দিল ফেলুকায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রসি ফন ডার ডাসেন, কাইল ভেরেইনা ও লিজাড উইলিয়ামস। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়