শিরোনাম

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০১:৫৪ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২১, ০১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের পর নতুন ছবি ‘প্রেম প্রীতির বন্ধন’ দিয়ে কাজ শুরু করলেন অপু বিশ্বাস

ইমরুল শাহেদ: এ ছবিতে তার বিপরীতে রয়েছেন নায়ক জয় চৌধুরী। অপু-জয় জুটিকে পর্দায় দেখতে কেমন লাগবে সেটা এখনই কিছু বলা যাচ্ছে না। কারণ তিনি একজন জ্যোষ্ঠ নায়কের জুটি হিসেবে দর্শক সমাদৃত। এই নায়িকার সর্বশেষ ছবি ছিল বাপ্পী চৌধুরীর বিপরীতে ‘প্রিয় কমলা’।

ছবিটির টিভি প্রিমিয়ার হয়েছে। কিন্তু তাদের নিয়ে দর্শকের তেমন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রেম প্রীতির বন্ধন ছবিটি পরিচালনা করছেন সোলায়মান আলী লেবু। তিনি এর আগে নির্মাণ করেছেন ‘আক্কেল আলীর নির্বাচন’। সেই ছবির চাইতে এই ছবির বক্তব্য আরো স্পষ্ট। অপু বিশ্বাস আগের মতো ব্যস্ত না হলেও তিনি খুব একটা কাজের বাইরে নন। কোভিড মহামারির মধ্যেই তিনি চট্টগ্রামের একটি চা বাগানে বন্ধন বিশ্বাস পরিচালিত অনুদানের ‘ছায়াবৃক্ষ’ ছবিতে।

প্রেম প্রীতির বন্ধন ছবিটি প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘এ ছবির গল্প এবং আমার চরিত্র দুটোই বেশ ভালো লেগেছে। আশা করছি, দর্শক দারুণ কিছু দেখবেন।’ প্রশ্ন হচ্ছে, শাকিব খানের সঙ্গে জুটি ভেঙ্গে যাওয়ার পর অপু বিশ্বাস এখনো নিজেকে প্রমাণ করতে পারেননি। তিনি ২০০৪ সালে পরিচালক আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন শাবনূরের বান্ধবী হিসেবে।

তখন অপু বিশ্বাস নবম শ্রেণির ছাত্রী। ২০০৬ এর পর এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে প্রধান নায়িকা হয়ে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। ছবিটি ব্যবসা সফল হওয়ার পর অপুকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের জুটি দর্শকদের গ্রহণযোগ্যতা পায় দারুণভাবে। ২০০৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত অপ-–শাকিব জুটি একাধারে ৭০ টির মতো ছবিতে অভিনয় করেন। একসঙ্গে কাজ করতে গিয়ে এক সময় প্রেমের সম্পর্ক হয় তাদের। শাকিব খানের বাইরে অপু অভিনয় করেছেন মান্না, ফেরদৌস, রিয়াজ, আমিন খান, অমিত হাসান, ইমন, কাজী মারুফ, নীরব ও কলকাতার ইন্দ্রনীলের সঙ্গে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়