শিরোনাম
◈ আমাদের মূল দায়িত্ব নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা: র‌্যাব মহাপরিচালক ◈ বাইরের চাপের কাছে বাঙালি নতি স্বীকার করে না: প্রধানমন্ত্রী ◈ আওয়ামী লীগ সরকার স্মার্ট লুটপাটের বাজেট দিয়েছে: মির্জা ফখরুল ◈ সংলাপের কোনো বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ হাইতিতে ৫.৫ মাত্রার ভূমিকম্প, নিহত ৪ ◈ সরকার সর্বোতভাবে নির্বাচন কমিশনকে সহায়তা করছে: তথ্যমন্ত্রী ◈ আগামী বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কম হবে: বিশ্বব্যাংক ◈ এমন কোনো রাজনৈতিক সংকট তৈরি হয়নি যে জাতিসংঘের হস্তক্ষেপ করতে হবে: কাদের ◈ ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ সিলেটে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১৫, আহত ১৩

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ১০:৫৬ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২১, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অ্যাস্ট্রাজেনেকার টিকা মজুত আছে মাত্র ৬ লাখ ২৩ হাজার ৬৫ ডোজ

শাহীন খন্দকার: [২] টিকা সংকটের কারণে প্রায় ১৪ লাখ মানুষের দ্বিতীয় ডোজ দেয়া নিয়ে জটিলতা কাটছে না সহসা। এদিকে কোন উৎস থেকে এই টিকা আসবে- তা এখনো নিশ্চিত নয়। আগামী এক মাসের মধ্যে এই টিকা সংগ্রহ করা হবে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো উৎসই এই টিকা দেয়ার বিষয়ে নিশ্চয়তা দেয়নি।

[৩] তিন মাসের মধ্যে টিকার দ্বিতীয় ডোজ নেয়া যাবে এমনটা বলা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের তরফ থেকে। তবে এই সময় পেরিয়ে গেলে করণীয় কী হবে। এ নিয়ে এখনও কোনো বিস্তর গবেষণা নেই। এ কারণে টিকার প্রথম ডোজ নেয়া দেশের ১৪ লাখ মানুষ উদ্বেগের মধ্যে রয়েছেন। পরিস্থিতি নিয়ে চিন্তিত খোদ স্বাস্থ্য মন্ত্রণালয়।

[৪] স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নিজেও এই উদ্বেগের কথা জানিয়েছেন। ইতিমধে টিকা বিতরণ প্রায় ৯৬ লাখ ৩২,৮৭৫ ডোজ: দেশে ২৮তম দিনে গতকাল টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৬ হাজার ৯৪০ জন। এর মধ্যে ঢাকা মহানগরে নিয়েছেন ১২ হাজার ৬৬৪ জন। এ পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৭ লাখ ৫৭ হাজার ২৩ জন।

[৫] প্রথম ও দ্বিতীয় মিলে টিকা দেয়া হয়েছে ৯৫ লাখ ৭৬ হাজার ৯৩৫ ডোজ। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার বিতরণ করা টিকা বাদ দিলে হাতে মজুত আছে মাত্র ৬ লাখ ২৩ হাজার ৬৫ ডোজ। ঘাটতি টিকার পরিমাণ ১৪ লাখ ৩৯ হাজার ৮২৪ ডোজ। অন্যদিকে এ পর্যন্ত দেশে মোট প্রথম ডোজ টিকা নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৯১২ জন।

[৬] এর মধ্যে পুরুষ ৩৬ লাখ ৮ হাজার ৯৭৯ জন এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৩৩ জন। টিকা নেয়ার পর সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে মোট ১০০১ জনের। অন্যদিকে অনলাইনে নিবন্ধনও ২রা মে’র পর থেকে বন্ধ রয়েছে। এ পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন।

[৭] টিকা সংকটের কারণে প্রায় ১৪ লাখ মানুষের দ্বিতীয় ডোজ দেয়া নিয়ে জটিলতা কাটছে না সহসা। কোন উৎস থেকে এই টিকা আসবে- তা এখনো নিশ্চিত নয়। আগামী এক মাসের মধ্যে এই টিকার সংস্থান হবে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো উৎসই এই টিকা দেয়ার বিষয়ে নিশ্চয়তা দেয়নি। তিন মাসের মধ্যে টিকার দ্বিতীয় ডোজ নেয়া যাবে এমনটা বলা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের তরফে। তবে এই সময় পেরিয়ে গেলে করণীয় কী হবে।

[৮] এ নিয়ে এখনও কোনো বিস্তর গবেষণা নেই। এ কারণে টিকার প্রথম ডোজ নেয়া ১৪ লাখ মানুষ উদ্বেগের মধ্যে রয়েছেন। পরিস্থিতি নিয়ে চিন্তিত খোদ স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নিজেই এই উদ্বেগের কথা জানিয়েছেন। টিকা বিতরণ পৌনে ৯৬ লাখ ডোজ: দেশে ২৮তম দিনে গতকাল টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৬ হাজার ৯৪০ জন। এর মধ্যে ঢাকা মহানগরে নিয়েছেন ১২ হাজার ৬৬৪ জন। এ পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৭ লাখ ৫৭ হাজার ২৩ জন। প্রথম ও দ্বিতীয় মিলে টিকা দেয়া হয়েছে ৯৫ লাখ ৭৬ হাজার ৯৩৫ ডোজ। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার বিতরণ করা টিকা বাদ দিলে হাতে মজুত আছে মাত্র ৬ লাখ ২৩ হাজার ৬৫ ডোজ। ঘাটতি টিকার পরিমাণ ১৪ লাখ ৩৯ হাজার ৮২৪ ডোজ।

[৯] অন্যদিকে এ পর্যন্ত দেশে মোট প্রথম ডোজ টিকা নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৯১২ জন। এর মধ্যে পুরুষ ৩৬ লাখ ৮ হাজার ৯৭৯ জন এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৩৩ জন। টিকা নেয়ার পর সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে মোট ১০০১ জনের। অন্যদিকে অনলাইনে নিবন্ধনও ২রা মে’র পর থেকে বন্ধ রয়েছে। এ পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়