শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না : মার্কিন রাষ্ট্রদূত ◈ জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা ◈ শ্রমিক নেতা বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড ◈ খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে ভারতের রাজ্যসভা ◈ স্বর্ণের ভরি কি খুব শিগগিরই ৩ লাখ টাকা ছাড়াবে? ◈ টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধে বাংলাদেশকে কেন সমর্থন দিচ্ছে পাকিস্তান? ◈ ২০২৯ সা‌লের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ব্রাজিল ◈ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ: অসহিষ্ণু হয়ে উঠছে নির্বাচনি প্রচার ◈ জামায়াত হিন্দুদের জামাই আদরে রাখবে, একটা হিন্দুরও ভারতে যাওয়া লাগবে না : জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী (ভিডিও) ◈ মার্চে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ 

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ০৩:৫৩ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২১, ০৩:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গুলশানে প্রাইভেট কারের ধাক্কায় মা নিহত, ছেলে আহত

মোস্তাফিজুর : [২] রাজধানীর গুলশানে দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় শাহিনুর আক্তার (৩৫) নামের এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার ছেলে আবিদ (৭)।

[৩] রোববার (১৬ মে) দিবাগত রাত পৌনে ১২টায় এ দুর্ঘটনাটি ঘটে।

[৪] গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে রোববার (১৭ মে) দিবাগত রাত পৌনে ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাহিনুরকে মৃত ঘোষণা করেন।

[৫] সত্যতা নিশ্চিত করেন গুলশান থানার উপ-পরিদর্শক এসআই হাফিজুর রহমান তিনি বলেন, মৃত নারী বাসা বাড়িতে কাজ করতেন।
রাতে কাজ শেষে গুলশান১ও ২এর মাঝামাঝি স্থানে তার সন্তানকে নিয়ে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে দুজনকে মেডিকেলে নিয়ে আসলে শাহিনুর কে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

[৬] নিহতের দেবর রাসেল জানান, আমার ভাবি বাসা বাড়িতে কাজ করে। রাতে বাসা বাড়িতে কাজ করে বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী প্রাইভেটকার ধাক্কা দিয়ে চলে যায়। তার সঙ্গে থাকা তার ছেলে আবিদ সহ দুজনই রাস্তায় ছিটকে পড়ে আহত হয়। পরে দুজনকে মেডিকেলে নিয়ে আসলে ভাবি শাহীনুরকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভাতিজা আবিদ চিকিৎসাধীন রয়েছে।

[৭] মৃতা নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়, খানুরগ্রামের আব্দুল সাত্তারে স্ত্রী শাহিনুর।

[৮] বর্তমানে, গুলশান শাহজাদপুরের খালপাড় এলাকার নোয়াখাল্যারবাড়ীতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। পাঁচ ছেলে এক মেয়ের জননী ছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়