শিরোনাম
◈ জলবায়ু অভিঘাত মোকাবিলা হলে পোশাক রপ্তানি ছাড়াবে ১২ হাজার কোটি ডলার ◈ আদানির বিদ্যুৎ কিনে দুই বছরে পিডিবির লোকসান প্রায় ১৪ হাজার কোটি টাকা ◈ আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, সারজিও গোরকে প্রধান উপদেষ্টা ◈ নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী ◈ বিএনপির কেনা বুলেটপ্রুফ বাস দেশে পৌঁছেছে, নিবন্ধন পেল তারেক রহমানের হার্ড জিপ ◈ হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের জেরে আসামে হাই অ্যালার্ট, সীমান্তে কড়া নজর মুখ্যমন্ত্রীর ◈ মিত্রদের জন্য কতটি আসন ছাড়বে বিএনপি? ◈ বিএনপি মনোনীত প্রার্থীর জাল সম্পদ ও অর্থ পাচার মামলায় দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ হিন্দুত্ববাদী সংগঠনের ভাঙচুরে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ ◈ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ০৩:৫৩ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২১, ০৩:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গুলশানে প্রাইভেট কারের ধাক্কায় মা নিহত, ছেলে আহত

মোস্তাফিজুর : [২] রাজধানীর গুলশানে দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় শাহিনুর আক্তার (৩৫) নামের এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার ছেলে আবিদ (৭)।

[৩] রোববার (১৬ মে) দিবাগত রাত পৌনে ১২টায় এ দুর্ঘটনাটি ঘটে।

[৪] গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে রোববার (১৭ মে) দিবাগত রাত পৌনে ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাহিনুরকে মৃত ঘোষণা করেন।

[৫] সত্যতা নিশ্চিত করেন গুলশান থানার উপ-পরিদর্শক এসআই হাফিজুর রহমান তিনি বলেন, মৃত নারী বাসা বাড়িতে কাজ করতেন।
রাতে কাজ শেষে গুলশান১ও ২এর মাঝামাঝি স্থানে তার সন্তানকে নিয়ে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে দুজনকে মেডিকেলে নিয়ে আসলে শাহিনুর কে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

[৬] নিহতের দেবর রাসেল জানান, আমার ভাবি বাসা বাড়িতে কাজ করে। রাতে বাসা বাড়িতে কাজ করে বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী প্রাইভেটকার ধাক্কা দিয়ে চলে যায়। তার সঙ্গে থাকা তার ছেলে আবিদ সহ দুজনই রাস্তায় ছিটকে পড়ে আহত হয়। পরে দুজনকে মেডিকেলে নিয়ে আসলে ভাবি শাহীনুরকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভাতিজা আবিদ চিকিৎসাধীন রয়েছে।

[৭] মৃতা নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়, খানুরগ্রামের আব্দুল সাত্তারে স্ত্রী শাহিনুর।

[৮] বর্তমানে, গুলশান শাহজাদপুরের খালপাড় এলাকার নোয়াখাল্যারবাড়ীতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। পাঁচ ছেলে এক মেয়ের জননী ছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়