শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ০৩:৫৩ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২১, ০৩:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গুলশানে প্রাইভেট কারের ধাক্কায় মা নিহত, ছেলে আহত

মোস্তাফিজুর : [২] রাজধানীর গুলশানে দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় শাহিনুর আক্তার (৩৫) নামের এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার ছেলে আবিদ (৭)।

[৩] রোববার (১৬ মে) দিবাগত রাত পৌনে ১২টায় এ দুর্ঘটনাটি ঘটে।

[৪] গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে রোববার (১৭ মে) দিবাগত রাত পৌনে ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাহিনুরকে মৃত ঘোষণা করেন।

[৫] সত্যতা নিশ্চিত করেন গুলশান থানার উপ-পরিদর্শক এসআই হাফিজুর রহমান তিনি বলেন, মৃত নারী বাসা বাড়িতে কাজ করতেন।
রাতে কাজ শেষে গুলশান১ও ২এর মাঝামাঝি স্থানে তার সন্তানকে নিয়ে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে দুজনকে মেডিকেলে নিয়ে আসলে শাহিনুর কে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

[৬] নিহতের দেবর রাসেল জানান, আমার ভাবি বাসা বাড়িতে কাজ করে। রাতে বাসা বাড়িতে কাজ করে বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী প্রাইভেটকার ধাক্কা দিয়ে চলে যায়। তার সঙ্গে থাকা তার ছেলে আবিদ সহ দুজনই রাস্তায় ছিটকে পড়ে আহত হয়। পরে দুজনকে মেডিকেলে নিয়ে আসলে ভাবি শাহীনুরকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভাতিজা আবিদ চিকিৎসাধীন রয়েছে।

[৭] মৃতা নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়, খানুরগ্রামের আব্দুল সাত্তারে স্ত্রী শাহিনুর।

[৮] বর্তমানে, গুলশান শাহজাদপুরের খালপাড় এলাকার নোয়াখাল্যারবাড়ীতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। পাঁচ ছেলে এক মেয়ের জননী ছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়