শিরোনাম
◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ০৭:৫১ বিকাল
আপডেট : ১৬ মে, ২০২১, ০৭:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালির অভিযানে আইএস জঙ্গি বাহিনীর অস্ত্র জব্দ করেছে যুক্তরাজ্যের শান্তিরক্ষী বাহিনী

সুমাইয়া ঐশী: [২] একে ৪৭ সহ কয়েকশ রাউন্ড গেলাবারুদ উদ্ধার করা হয়েছে মালির সীমান্তবর্তী একটি গ্রাম থেকে। এছাড়া বেশ কয়েকটি পোশাক, রেডিও, মোবাইল এবং কয়েকশ লিটার জ্বালানী জব্দ করা হয়। বিবিসি, গভ ডট ইউকে, দ্য টাইমস

[৩] ধারণা করা হচ্ছে, সেনাবাহিনীর তৎপরতায় নদী সাঁতরে ঐ স্থান ত্যাগ করে আইএস জঙ্গিরা। ঐ সময় তারা এসব অস্ত্র ও দ্রব্য ফেলে যায়।

[৪] প্রায় ১০০ জন সৈন্য এই অভিযানে অংশগ্রহণ করেন। ধুলিঝড় এবং প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অভিযানটি পরিচালিত হয়। এটি বিশ্বের অন্যতম বিপজ্জনক শান্তি রক্ষা অভিযান হিসেবে পরিচিত। জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানের অংশ হিসেবে গত ডিসেম্বরে যুক্তরাজ্যের টাস্কফোর্স এসে পৌঁছায় পশ্চিম আফ্রিকার দেশ মালিতে।

[৫] নাইজারের সঙ্গে মালির এই সীমান্তবর্তী গ্রামে সম্প্রতি জঙ্গি হামলার ঘটনা বেড়েই চলেছে। তাই গ্রামবাসীর নিরাপত্তার জন্য দ্য লাইট ড্রাগন এবং রয়াল অ্যাংলিয়ান রেজিমেন্টের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।

[৬] মালির শান্তিরক্ষা মিশনটি ৫৬টি দেশের ১৪ হাজারের বেশি সৈন্য নিয়ে গঠিত। এটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মিশন বলে অভিহিত করা হয়। ২০১৩ সাল থেকে এ পর্যন্ত জাতিসংঘের প্রায় ২৫০ জন সৈন্য এই মিশনে প্রাণ হারিয়েছেন। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়