শিরোনাম
◈ একপাক্ষিক নির্বাচনের শঙ্কা জামায়াত- এনসিপির, কী বলছে ইসি? ◈ স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ এলপিজি নিয়ে সংকট: বৃহস্পতিবার থেকে বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ী সমিতির ◈ জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয় ◈ বি‌পিএল, সিলেট টাইটান্স‌কে হারিয়ে আবার শী‌র্ষে চট্টগ্রাম রয়‌্যালস ◈ ট্রাম্প ভেনেজুয়েলার যা করেছেন, চাইলে বাংলাদেশেও করুন, কিন্তু খেলোয়াড় কেন: জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ◈ এবার লিটন দাসের চুক্তিও বাতিল করল ভারতীয় প্রতিষ্ঠান! ◈ বড় বাজারে অর্ডার কম, নতুন বাজারেও ধাক্কা: পোশাক রফতানিতে চ্যালেঞ্জ ◈ এবারের নির্বাচন লাইনচ্যুত রেলকে লাইনে ফেরানোর চেষ্টা: নির্বাচন কমিশনার সানাউল্লাহ ◈ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ০৭:২৭ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২১, ০৭:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদের দিনে শেষ বিকেলে হাতিরঝিলে জনস্রোত

রাহুল রাজ : [২] করোনা পরিস্থিতিতে ঈদে রাজধানীর অধিকাংশ বিনোদনকেন্দ্র বন্ধ রয়েছে। ফলে রাজধানীবাসীর কাছে ঈদে বিনোদনকেন্দ্র হিসেবে হাতিরঝিল গুরুত্ব পাচ্ছে আলাদাভাবে।

[৩] বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীবাসীর ঢল নেমেছে হাতিরঝিলে। বিনোদনপ্রেমীরা ঈদ আনন্দ উপভোগ করতে শিশু-কিশোরসহ পরিবারের লোকজন নিয়ে হাজির হয়েছেন হাতিরঝিলে। বিনোদনপ্রেমীদের ঢলে এখন কানা কানায় পূর্ণ হাতিরঝিল।

[৪] শুক্রবার (১৪ মে) বিকেলে হাতিরঝিল ঘুরে দেখা যায়, ঈদের নতুন পোশাক পরে হাতিরঝিল প্রজেক্টের গুলশান-১ নম্বর অংশ থেকে এফডিসি অংশ পর্যন্ত বিনোদনপ্রেমীদের উপচে পড়া ভিড়। কেউবা পরেছেন পাঞ্জাবি, কেউ শার্ট-প্যান্ট, কেউবা সালোয়ার-কামিজ। আবার কেউবা পরেছেন শাড়ি। রঙ-বেরঙের নতুন পোশাক পরে পরিবার নিয়ে হাতিরঝিলের ওয়াটারট্যাক্সিতে ঈদ আনন্দ উপভোগ করছেন অনেকে। কেউবা চক্রাকার বাসে করে হাতিরঝিল ঘুরছেন। তবে অধিকাংশ মানুষকে হাতিরঝিলের রাস্তা ধরে হেঁটে হেঁটে ঘুরতে দেখা গেছে।

[৫] এদিকে বিনোদনপ্রেমীদের আগমনকে কেন্দ্র করে হাতিরঝিলের মোড়ে মোড়ে বসেছে চটপটি, ফুচকা থেকে শুরু করে বাচ্চাদের খেলনার ভাসমান দোকান। বিনোদনপ্রেমীরা ফুচকা-চটপটি খাচ্ছেন। বাচ্চারা বাবা-মার কাছে আবদার করছে ভাসমান খেলনার দোকান থেকে খেলনা কিনে দিতে। বাচ্চাদের আবদারে গ্যাস বেলুনসহ নানা রকম খেলনা কিনে দিচ্ছেন বাবা-মা।

[৬] হাতিরঝিলে ঘুরতে আসা বিনোদনপ্রেমীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুই বছর ধরে করোনাভাইরাসের চলমান পরিস্থিতির কারণে ঈদ আনন্দে কিছুটা ভাটা পড়েছে। এছাড়া চলমান বিধিনিষেধের কারণে অনেকে যেতে পারেননি বাড়িতে। ফলে বর্তমান দমবন্ধ করা পরিবেশের মধ্যেও একটু স্বস্তি ও ঈদের আনন্দ উপভোগ করার জন্য মানুষজন এসেছেন হাতিরঝিলে।

[৭] রাজধানীর রামপুরা থেকে আব্দুর রব স্ত্রী ও ছেলে নিয়ে এসেছেন হাতিরঝিলে ঈদ আনন্দ উপভোগ করতে। তিনি বলেন, বিধিনিষেধের কারণে ঝুঁকি নিয়ে বাড়ি যাওয়া হয়নি। দুপুরের পর থেকেই আমার ছেলেটা বাইরে ঘুরতে যাবে বলে বায়না করছিল। কিন্তু করোনা সংক্রমণের ভয়ে প্রথমে বের হতে চাচ্ছিলাম না। তবে ছেলেটার বায়না দেখে শেষ পর্যন্ত বের হয়েছি, হাতিরঝিলে স্বস্তির নিঃশ্বাস নেওয়া যাচ্ছে। তবে অনেক মানুষের ভিড় দেখে একটু ভয় লাগছে।

[৮] রাজধানীর মিরপুর থেকে ফারিয়া রহমান স্বামী ও দুই ছেলেমেয়ে সঙ্গে ঘুরতে এসেছেন হাতিরঝিলে। তিনি বলেন, ঈদের দিন ঘরে বসে থাকা যায়? একটু ঘোরাফেরা না করলে তো ঈদ মনে হয় না। তাই স্বাস্থ্যবিধি মেনে পরিবারের সদস্যদের সঙ্গে হাতিরঝিলে এসেছি। এসে ভালোই লাগছে।

[৯] কিশোর সুুজিত মন্ডল, সিজান হোসেন, অপু আহমেদ, আরিফ খন্দকার ও সুমন চৌধুরী রাজধানীর বিভিন্ন স্থান থেকে হাতিরঝিল এসেছে ঈদ আনন্দে ঘোরাঘুরি করতে। তারা হাতিরঝিলের এফডিসির অংশ থেকে ওয়াটারট্যাক্সিতে গুলশান গুদারাঘাট অংশে এসেছে। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের নামাজর পর ঘরেই ছিলেন। বিরক্ত লাগছিল বলে বন্ধুরা মিলে হাতিরঝিল ঘুরতে এসেছে। হাতিরঝিলে এসে তারা প্রথমে চক্রাকার বাসে পুরো হাতিরঝিল প্রজেক্টে চক্কর দিয়েছে। পরে চার বন্ধু মিলে ভাসমান দোকান থেকে ফুচকা খেয়েছে। ফুচকা খাওয়ার পর ওয়াটারট্যাক্সিতে ঘুরেছে তারা।

[১০] এদিকে ঈদে আনন্দ করতে হাতিরঝিলে আসা অনেকের মধ্যেই দেখা গেছে স্বাস্থ্যবিধি মানতে অনীহা। কিছু স্থানে উপেক্ষিত হচ্ছে সামাজিক দূরত্বও। মটরবাইক ও গাড়ির বাড়তি ভিড় থাকায় বেশ যানজটও দেখা গেছে হাতিঝিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়