শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ০৪:৩৮ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২১, ০৪:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরের শিবচরে দুপক্ষের সংঘর্ষে আহত ১০

মাদারীপুর প্রতিনিধি: [২] জেলার শিবচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার(১৪ মে) সকালে শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিকদারকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

[৩] পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

[৪] জানা গেছে, শিবচরের কাঁঠালবাড়ি ইউনিয়নের শিকদারকান্দি গ্রামের দাদন আকনের সঙ্গে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে একই এলাকার আমিন শিকদারের বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে দাদন তার লোকজন নিয়ে শিকদারবাড়ি জামে সমজিদে ঈদের নামাজ আদায় করতে যায়। এ সময় আমিন শিকদার তার লোকজন নিয়ে বাধা সৃষ্টি করে। একপর্যায়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

[৫] ঈদের নামাজ শেষে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় এক নারীসহ আহত হয় অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে পুলিশ।

[৬] শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়