শিরোনাম
◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ১২:৪১ রাত
আপডেট : ১৪ মে, ২০২১, ১২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে জেলা প্রশাসকের নির্দেশে চার শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে বস্ত্র ও খাদ্য বিতরণ

সনত চক্রবর্ত্তী: ফরিদপুর জেলা প্রশাসক এর উদ্যোগে পবিত্র ঈদ – উল – ফিতর উপলক্ষে শহরের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দরিদ্র পথচারি ও ভিক্ষুকদের মাঝে শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি ও দুধ বিতরণ করা হয়েছে।

১৩ মে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের চকবাজার জামে মসজিদ, শাহ ফরিদ দরগাহ জামে মসজিদ, আলীপুর গোরস্থান জামে মসজিদ, ভাঙা রাস্তার মোড় এলাকাসহ বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে চারশতাধিক নারী ও পুরুষ দরিদ্র পথচারি ও ভিক্ষুকদের মাঝে এসব বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায় ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আশিক আহমেদ উপস্থিত থেকে সকলের হাতে এসব ঈদ উপহার তুলে দেন।

দীপক কুমার রায় জানান, জেলা প্রশাসক অতুল সরকার স্যারের নির্দেশনা অনুযায়ী শহরের দরিদ্র পথচারি, বিশেষকরে যারা ভিক্ষুক তাদের মাঝে এসব শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি ও দুধ বিতরণ করা হয়েছে।

এছাড়া পুরো রমজান মাস জুড়ে প্রতিদিনই জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ইফতার বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসক অতুল সরকার জানান, করোনা কালে এ সকল মানুষ খুবই কষ্টে জীবন যাপন করছে। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশে মানবিক সহায়তা নিয়ে দাড়াতে চেষ্টা করেছি। করোনায় লকডাউনে শহরে লোকজনের আনাগোনা কম ছিল, এতে বিপাকে পড়েছে ভিক্ষুকরা। তাই এই ঈদে ভিক্ষুকদের জন্য এই ব্যবস্থা করেছি। তারা যেন ঈদের দিন একটু মিষ্টি খেতে পারে সেই ব্যবস্থাই আমরা করেছি। আমরা সর্বদা তাদের পাশে আছি।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়