শিরোনাম
◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ১০:৫৩ রাত
আপডেট : ১৩ মে, ২০২১, ১০:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোয়াইনঘাটে স্বামীর হাতে স্ত্রী খুন স্বামী আটক

শাহ আলম: সিলেটের গোয়াইনঘাটে নিজের স্ত্রীকে হত্যার দায়ে ঘাতক স্বামীকে আটক করেছে থানা পুলিশ। আটক ব্যক্তি বিয়ানীবাজার উপজেলার শেওলা আদর্শ গ্রামের মনসব আলীর ছেলে সিদ্দিক মিয়া।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ৬ বছর আগে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা আদর্শ গ্রামের মনসব আলীর ছেলে সিদ্দিক মিয়ার সাথে গোয়াইনঘাট উপজেলার বীরকুলি হাওর গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে আলিমা বেগমের বিয়ে হয়। বর্তমানে সিদ্দিক-আলিমা দম্পতির ঘরে ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে বিগত দিনগুলো ভাল কাটলেও সম্প্রতি তাদের মাঝে পারিবারিক কলহ সৃষ্টি হয়।

গত দুই তিনদিন আগে সিদ্দিক মিয়া তার স্ত্রীকে নিয়ে গোয়াইনঘাটের বীরকুলি গ্রামে শশুর বাড়িতে বেড়াতে আসে। এরই মাঝে গত বুধবার (১২ মে) রাতে শশুর বাড়িতে অবস্থানকালীন সময়ে সিদ্দিক মিয়ার সাথে তার স্ত্রী আলিমা বেগমের কথা-কাটাকাটি হয়। যার এক পর্যায়ে সিদ্দিক মিয়া তার স্ত্রী আলিমা বেগমকে ধারালো ছুরি দিয়ে উপর্যপুরি আঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আলিমা বেগম ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে গোয়াইনঘাট থানা পুলিশ সদস্যরা তৎপর হয়ে উঠে। পলাতক সিদ্দিক মিয়াকে আটক করতে থানা পুলিশের একাধিক টিম মাঠে নামে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে পার্শ্ববর্তী উপজেলা কোম্পানীগঞ্জের খাগাইল এলাকা থেকে সিদ্দিক মিয়াকে আটক করে পুলিশ।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে নিহত আলিমা বেগমের স্বামী ঘাতক সিদ্দিক মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পারিবারিক কলহের জের ধরে হত্যাকান্ডটি ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়