শিরোনাম
◈ দে‌শে ফি‌রে‌ মোস্তা‌ফিজ বল‌লেন, বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটার প্রয়োজন ◈ ক্ষমতা ও প্রতিপত্তির লো‌ভে নিজ দল ছেড়ে এমপি হওয়ার মরিয়া চেষ্টা কতটা নৈতিক?  ◈ ঘন কুয়াশার কারণে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা ◈ জামায়াতের সঙ্গে জোট করার কারণ জানাল এনসিপি (ভিডিও) ◈ আমি এই এনসিপির অংশ হচ্ছি না: মাহফুজ আলম ◈ দেশে প্রবাসী আয়ে রেকর্ড ঢল: ডিসেম্বরের প্রথম ২৭ দিনে এলো ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা ◈ জানুয়ারিতে চালু হবে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট  ◈ হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে,আগামী ১০ দিনের মধ্যে চার্জশিট : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ১২:২৭ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২১, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে শুধু চীন-বিরোধী জোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় 

লিহান লিমা: [২] যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন চার দেশের সামরিক জোট (যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত) কোয়াডে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা নিয়ে ঢাকায় চীনের রাষ্ট্রদূতের মন্তব্য সম্পর্কে বেইজিং বলছে, তার দেশ এই ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে মাত্র। সাউথ চায়না মর্নিং পোস্ট

[৩]এর আগে সোমবার ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, বেইজিংবিরোধী জোট কোয়াডে ঢাকা যোগ দিলে দ্বিপক্ষীয় সম্পর্ক খারাপ হবে। মঙ্গলবার চীনের রাষ্ট্রদূতের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেন, ‘এটি অপ্রত্যাশিত ও আগ্রাসনমূলক। ঢাকা নিজেদের পররাষ্ট্রনীতি নিজেরাই ঠিক করবে।’

[৪] বাংলাদেশের কড়া প্রতিক্রিয়া সম্পর্কে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’কে বলেন, ‘চীন-বাংলাদেশ বন্ধু রাষ্ট্র। শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতির ওপর ভিত্তি করে আমাদের সম্পর্ক গড়ে উঠেছে। কিন্তু আমরা সবাই জানি কোয়াডের উদ্দেশ্য কি।’

[৫] মোমেনের মন্তব্য সম্পর্কে তিনি বলেন, ‘আমি তার মন্তব্য দেখি নি। তাই এটি সম্পর্কে স্পষ্ট হওয়া দরকার। তবে একটি বিষয় স্পষ্ট। চীন ছোট ও মাঝারি সব দেশকেই এক চোখে দেখে। আমাদের দক্ষিণ এশিয়া নীতিতে চীন কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। তবে কোয়াড যে চীন বিরোধী জোট তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। আমরা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছি না। শুধুমাত্র আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে এই ধরণের জোট ও অপরাজনীতির বিরুদ্ধে উদ্বেগ ব্যক্ত করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়