শিরোনাম
◈ সংকট কাটিয়ে যেভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে এলেন তারেক রহমান ◈ লোভে রাজনৈতিক দলের অস্তিত্ব সংকটে: হাসনাত আবদুল্লাহ’র সমাবেশে হুঁশিয়ারি (ভিডিও) ◈ দেশকে আরও স্বনির্ভর করা সম্ভব: প্রধান উপদেষ্টা ◈ ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা, নাগরিক নজরদারি দণ্ডনীয়—নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ অনুমোদিত ◈ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও আশপাশের এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ ◈ সরকারের অবস্থান স্পষ্ট, আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রেস সচিব (ভিডিও) ◈ চূড়ান্ত সিদ্ধান্ত রুমিন ফারহানার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিলেন মনোনয়ন ◈ হাইকোর্টের আদেশে ধাক্কা, আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না ◈ ভার‌তের বিহারে মুসলমান ফেরিওয়ালাকে যেভাবে 'গণপিটুনি' দিয়ে হত্যা করা হলো ◈ তারেক রহমানের প্রত্যাবর্তন: নিরাপত্তার বিষয়ে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব (ভিডিও)

প্রকাশিত : ১২ মে, ২০২১, ০১:২৮ রাত
আপডেট : ১২ মে, ২০২১, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আহত ১০ সাংবাদিক

হারুন-অর-রশীদ: ফরিদপুরে একটি ইফতার পার্টিতে আসার সময় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত হয়েছে সালথা প্রেসক্লাবের ১০ সাংবাদিক।  মঙ্গলবার (১১ মে) বিকালে জেলার ফরিদপুর-সালথা সড়কের মোল্যার মোড় নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

আহত সাংবাদিকদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, ফরিদপুরে একটি ইফতার পার্টিতে যোগ দিতে আসার সময় ফরিদপুর-সালথা সড়কের ঠেনঠেনিয়া ও চুঙ্গিরমোঁড় এর মাঝামাঝি মোল্যার মোড় নামক এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনা ঘটে। এসময় ১০ সাংবাদিক আহত হয়।

আহতরা সাংবাদিকরা হলেন, শাহজাহান ফকির (৫২), তাঁর ছেলে সুমন ফকির (২৪), সেলিম মোল্যা (৪০), আরিফুল ইসলাম (৩০), আজিজ ফকির (৩৬), লিয়াকত হোসেন (৩৭), আকাশ সাহা (২৫), বিধান মন্ডল (২৩), শরীফুল হাসান (২৪), জাকির হোসেন (২৬) ।

এর মধ্যে শাহজাহান ফকির ও তাঁর ছেলে সুমন ফকির ও সেলিম মোল্যা ও আকাশ সাহার অবস্থা গুরুতর। আহতদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের দেখতে ফরিদপুরের সালথার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার, থানার ওসি মোঃ আসিকুজ্জামান, সালথা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দেবাশীষ নয়ন হাসপাতালে ছুটে আসেন। এসময় তাঁদের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়