শিরোনাম
◈ তফশিল ঘোষণার তারিখ এখনো ঠিক হয়নি: ইসি সচিব ◈ কৃষ্ণ সাগরে ড্রোন হামলার পর পাঁচ দিন ধরে বিপদে ১০ নাবিক, তাদের একজন বাংলাদেশি প্লাবন ◈ খালেদা জিয়াকে নিয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, যা লিখলেন ◈ সব কিছু প্রস্তুত করা হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু ◈ পেট্রাপোলের জটিলতায় বেনাপোলে আটকে ১৫০ সুপারি ট্রাক, প্রতিদিন লাখ টাকার ক্ষতি রফতানিকারকদের ◈ বিদেশ নেওয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করা হচ্ছে: ডা. জাহিদ হোসেন (ভিডিও) ◈ মহানবীর রওজা জিয়ারতে নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা ◈ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন ◈ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: এস জয়শঙ্কর ◈ সাম‌নে হ‌বে ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং'

প্রকাশিত : ১২ মে, ২০২১, ০১:২৮ রাত
আপডেট : ১২ মে, ২০২১, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আহত ১০ সাংবাদিক

হারুন-অর-রশীদ: ফরিদপুরে একটি ইফতার পার্টিতে আসার সময় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত হয়েছে সালথা প্রেসক্লাবের ১০ সাংবাদিক।  মঙ্গলবার (১১ মে) বিকালে জেলার ফরিদপুর-সালথা সড়কের মোল্যার মোড় নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

আহত সাংবাদিকদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, ফরিদপুরে একটি ইফতার পার্টিতে যোগ দিতে আসার সময় ফরিদপুর-সালথা সড়কের ঠেনঠেনিয়া ও চুঙ্গিরমোঁড় এর মাঝামাঝি মোল্যার মোড় নামক এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনা ঘটে। এসময় ১০ সাংবাদিক আহত হয়।

আহতরা সাংবাদিকরা হলেন, শাহজাহান ফকির (৫২), তাঁর ছেলে সুমন ফকির (২৪), সেলিম মোল্যা (৪০), আরিফুল ইসলাম (৩০), আজিজ ফকির (৩৬), লিয়াকত হোসেন (৩৭), আকাশ সাহা (২৫), বিধান মন্ডল (২৩), শরীফুল হাসান (২৪), জাকির হোসেন (২৬) ।

এর মধ্যে শাহজাহান ফকির ও তাঁর ছেলে সুমন ফকির ও সেলিম মোল্যা ও আকাশ সাহার অবস্থা গুরুতর। আহতদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের দেখতে ফরিদপুরের সালথার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার, থানার ওসি মোঃ আসিকুজ্জামান, সালথা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দেবাশীষ নয়ন হাসপাতালে ছুটে আসেন। এসময় তাঁদের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়