শরীফ শাওন: [২] শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সভায় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির বিবেচনা করা হতে।
[৩] সূত্র আরও জানায়, পদোন্নতির বিষয়ে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটির সভাপতি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, সদস্য সচিব হসেবে রয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (কলেজ) এবং জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব পর্যায়ের দুইজন কর্মকর্তা এ কমিটির সদস্য হিসেবে রয়েছেন।
[৪] মাউশি সূত্র জানায়, পদোন্নতির বিষয়ে সরকার বেশ আন্তরিক। ফলে ঈদের আগেই জিও জারি করার হতে পারে।
[৫] জানা যায়, ২০১৬ সাল থেকে নিয়মিতভাবে বছরে দুইটি পদোন্নতি হলেও ২০১৮ সালে সর্বশেষ পদোন্নতি হয়। ২০১৯ সালে পদোন্নতি বন্ধ হলে শিক্ষা অধিদপ্তর কর্মকর্তারা এসিআর যাচাই করে পদোন্নতির সব প্রক্রিয়া সম্পন্ন করে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে মন্ত্রণালয়ে সারসংক্ষেপ চিঠি দিয়ে ডিপিসির সভা আহ্বান করা হলে ৯ মে তারিখ নির্ধারণ হয়।