সালেহ্ বিপ্লব: [২] করোনা মহামারি ভয়াবহ আকার ধারণ করেছে ভারতে। প্রধান বিরোধী দল কংগ্রেস শুধু নয়, গত কয়েকদিনে ভারতের সিনিয়র রাজনৈতিক নেতা, ব্যবসায়ী নেতা এবং আন্তর্জাতিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা গোটা ভারতজুড়ে লকডাউন ঘোষণার তাগিদ দিচ্ছেন। কিন্তু সরকার সিদ্ধান্ত নিতে না পারায় দাবি পরিণত হচ্ছে ক্ষোভে। বিবিসি
[৩] টুইটে বিজেপি সরকারকে একদম ধুয়ে দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি লিখেছেন, সরকার এই ভাইরাসের বিস্তারে সহযোগিতা করেছে। এটি ভারতের বিরুদ্ধে সংঘটিত একটি অপরাধ।
[৪] রাহুল বলেন, সরকারের অবহেলায় মহামারি পরিস্থিতি ভয়াবহ হয়েছে। এখন গোটা ভারতে একযোগে লকডাউনই একমাত্র পথ।
[৫] কিন্তু প্রধানমন্ত্রী মোদি অর্থনৈতিক ক্ষতির কথা চিন্তা করে এই পথে হাঁটতে চাইছেন না। রাজ্যগুলোর উদ্দেশ্যে তার বক্তব্য, লকডাউন হচ্ছে একদম শেষ অপশন।