সুজন কৈরী: নির্ভীক সম্মাননা পদক-২০২১ পেয়েছেন ফায়ার সার্ভিসের ৬ জন অগ্নিসেনা। বিশ্ব ফায়ার ফাইটার্স ডে উপলক্ষে আরটিভির উদ্যোগে আরআর কাবেলের (বৈদ্যুতিক তারের প্রতিষ্ঠান) সহযোগিতায় মঙ্গলবার এ সম্মাননা দেওয়া হয় তাদের। সম্মাননা পাওয়া অগ্নিসেনারা হলেন- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ, স্টেশন অফিসার শামছুল আলম, ফায়ার ফাইটার মো. মোশারফ হোসেন, লিডার নুরুল হক, ডুবুরি রাজীব হাসান ও ড্রাইভার মো. দুলাল মিয়া।
স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ধারণকৃত অনুষ্ঠানটি আরটিভিতে সম্প্রচারিত হয় মঙ্গলবার রাত ৮টায়।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, আরটিভি সবসময়ই প্রথম সারির গণমাধ্যম হিসেবে দেশর প্রতি সামাজিক দায়বদ্ধতা সবসময়ই পালন করে আসছে। অগ্নিসেনাদের সম্মাননা জানানোর উদ্যোগটি তাদেরকে আরও উৎসাহিত করবে। আমি আরটিভি এবং সম্মাননা প্রাপ্ত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।
মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, আরটিভি শুধুমাত্র একটি বিনোদন টিভি চ্যানেল নয়। তারা সবসময়ই সমাজের বিভিন্ন স্তরের হিরোদেরকে তুলে এনে সম্মাননা জানিয়ে থাকে। গণমাধ্যম হিসেবে আরটিভি যা করছে তা সবারই দায়িত্ব। আমি চাই আরটিভি তাদের এ ধারাকে অব্যাহত রাখুক।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেন, মানুষ যখন বিপদে পড়ে ফায়ার সার্ভিসের সহযোগিতা চায়। আগুন, পানি, যে কোনও দুর্ঘটনায় অগ্নিসেনারা মানুষের পাশে দাঁড়ায় নিজের জীবনকে বাজি রেখে। আরটিভিকে আমি ধন্যবাদ জানাতে চাই তারা আমাদের অকুতোভয় কর্মীদেরকে নির্ভীক সম্মাননা জানাচ্ছে সেজন্য। এ সম্মাননা সবার মাঝে কর্মস্পৃহা তৈরি করবে এবং মনোবল আরও বাড়িয়ে দিবে।
আর আর ইম্পিরিয়াল ইলেক্ট্রিক্যালস লিমিটেডের পরিচালক আহমেদ আশফাকুর রহমান বলেন, অগ্নিসেনারাই আমাদের আসল হিরো কারণ তারা অন্যের জীবন বাঁচায় নিজের জীবন বাজি রেখে। আরটিভি এবং আরআর কাবেল তাদের মধ্য থেকে ৬ জনকে নির্ভীক সম্মাননা ২০২১ জানিয়ে নিজেদেরকে ধন্য মনে করছে।
আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু বলেন, অগ্নিসেনারা নিজের জীবন বাজি রেখে মানুষের জীবন বাঁচায়। গণমাধ্যম হিসেবে আরটিভি মনে করে তাদের কৃতিত্ব সবার সামনে তুলে ধরা উচিৎ।
আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান বলেন, যেকোনো দুর্যোগে অগ্নিসেনারা জীবন বাজি রেখে সবার আগে ঝাঁপিয়ে পড়ে মানুষের জীবন বাঁচান। তাদের সেই বীরত্বকে তুলে ধরার জন্য আমরা এ আয়োজনটি করছি। তারা যে কাজটি অত্যন্ত সাহসের সাথে করে থাকেন তা জাতির কাছে তুলে ধরা গণমাধ্যম হিসেবে আমাদের দায়িত্ব। আরটিভি নির্ভীক সম্মাননার মাধ্যমে ফায়ার সার্ভিসের অগ্নিসেনাদের উৎসাহিত করছে। এতে করে তারা সামনের দিনগুলোতে আরও উদ্যমী হবে।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় ছিল থিম সংগ ‘সেভ দ্য আর্থ’। কবিরুল ইসলাম রতনের কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশন করেন তারিন জাহান ও নৃত্যালোক। আরও নৃত্য পরিবেশন করেন মীম, সিনথিয়া, শাওন, আহসান, রুহানি সালসাবিল, সামিয়া অথৈ, রাসেল, তুষার ও নৃত্যভূমির সদস্যরা। আবৃত্তি ও দলীয় সংগীত পরিবেশন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
শিবলী জিয়ার প্রযোজনায় নীল হুরেরজাহান উপস্থাপনায় অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর ছিল আরআর কাবেল।