তাহমীদ রহমান: [২] স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেছেন, তদন্তকারীরা দগ্ধ হয়ে যাওয়া ট্রাকগুলো তদন্ত করে দেখছে। এটি দুর্ঘটনা নাকি কোনো সন্ত্রাসী হামলা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এপি নিউজ
[৩] আরিয়ান জানান, একটি তেলবাহী ট্রাকে প্রথম আগুন লাগে, কাছাকাছি থাকা কয়েকটি ট্রাকে আগুন লেগে যায়। এর ফলে ভয়াবহ অগ্নিকাণ্ড সৃষ্টি হয়।
[৪] এক পর্যায়ে কাছাকাছি কয়েকটি বাড়িতে এবং একটি গ্যাস স্টেশনেও আগুন লেগে যায়। ঘটনায় কাবুলের বিদ্যুৎ সরবরাহ বেশিরভাগ অঞ্চলে বন্ধ হয়ে গেছে।
[৫] হাজী মীর নামে এক ড্রাইভার বলেন, শহরে প্রবেশের জন্য ট্রাকগুলো লাইন ধরে ছিল। এ কারণে বিস্ফোরণ আরও তীব্র হয়েছে। প্রথম বিস্ফোরণটি শুনে মাইন বিস্ফোরণের মতো মনে হয়েছিল। একটি ট্রাক থেকে দ্বিতীয় ট্রাকে আগুন ছড়িয়ে পড়ে। অন্তত ১০০টি ট্রাকে আগুন লেগেছে।
[৬] ঘটনাস্থলে অগ্নিনির্বাপক কর্মীরা এসে হাজির হন কিন্তু তাদের সীমিত সক্ষমতায় আগুন নিয়ন্ত্রণে আনতে কয়েক ঘণ্টা পর্যন্ত সময় লেগে যায়। সম্পাদনা : রাশিদ