শিরোনাম
◈ হংকং-এ আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন, প্রাণহানি ১৩, চারদিকে আতঙ্ক! (ভিডিও) ◈ শক্তিধর মালয়েশিয়ার বিরু‌দ্ধে লড়াই করে হারলো বাংলাদেশের মে‌য়েরা   ◈ নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে সাফল্যের স্বীকৃতি, মেয়র মামদানির ট্রানজিশন টিমে ১২ বাংলাদেশি   ◈ জাতীয় দল নির্বাচক‌দের প্রতি গুরুতর অ‌ভি‌যোগ আন‌লেন অধিনায়ক লিটন দাস ◈ মানহানিকর বক্তব্য প্রচার বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি ◈ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত ◈ পে স্কেল নিয়ে নতুন তথ্য, গেজেট প্রকাশের বিষয়ে আলোচনা ◈ জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে তিনটি বড় বাধা দেখছেন পর্যবেক্ষকরা ◈ এএফসি এশিয়ান কাপ বাছাই, শ্রীলঙ্কা‌কে ৫-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ‘মায়ের ডাক’খ্যাত বিএনপির প্রার্থী তুলির বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৮:৪১ রাত
আপডেট : ০২ মে, ২০২১, ০৮:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকা ও অক্সিজেন নিয়ে মামলা করে আতঙ্ক সৃষ্টি না করতে বললেন হাইকোর্ট

নূর মোহাম্মদ: [২] রোববার শুনানিতে হাইকোর্ট রিটকারীর উদ্দেশে বলেন, সরকারের সদিচ্ছদার কোনো অভাব নেই। নোটিশ দিলেন ২৪ এপ্রিল। সাত দিনের নোটিশ দিয়ে এসে রিট ফাইল করে বলতেছেন পরিকল্পনা করার জন্য। এটা যখন শুরু হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলতে পারেনি কি হতে পারে। দেশ-বিদেশের সব বিশেষজ্ঞরা গবেষণা করে নতুন নতুন কথা বলতেছেন। বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট চলে আসতেছে। এগুলে নিয়ে কি বলবেন।

[৩] আদালত বলেন, অক্সিজেন নিয়ে সরকার যে পদক্ষেপ নিয়েছে এখনও এ ধরনের সঙ্কট হয়নি। টেলিভিশনে দেখছি প্রত্যেকটা মার্কেটে যেভাবে লোক ছুটছে এবং কিভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে সেটাও দেখাইছে। আপনারা জনগণকে সচেতন করেন স্বাস্থ্যবিধি মানার জন্য। বিশেষজ্ঞরা বলতেছেন যে, এক ডোজ নেন আর দুই ডোজ নেন মাস্ক আপনাকে পরতেই হবে।

[৪] আইসিইউর বিষয়ে আদালত বলেন, মনে রাখতে হবে একটা আইসিইউ চালাতে গেলে যে ধরনের ডাক্তার, টেকনিশিয়ান, নার্স প্রয়োজন হয়, এ ধরনের জনবলের অভাব আছে। এ ধরনের জনবল রাতারাতি বা ৭ দিনের ট্রেনিং দিয়ে তৈরি করতে পারবেন না।

[৫] হাইকোর্ট বলেন, সরকার আরও তিনটি দেশের সঙ্গে চুক্তি করেছে। স্বাভাবিক হলে আমাদের দেশে টিকা উৎপাদন হবে বলে শোনা যাচ্ছে। এখন এসব বিষয়ে হস্তক্ষেপ করলে সমাজে আতঙ্ক সৃষ্টি হবে। এরপর আদালত রিটটি ডিলিট করে দেন। গত ২৬ এপ্রিল রিটটি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাওছার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়