শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৫:৪৫ বিকাল
আপডেট : ০২ মে, ২০২১, ১২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুক্তিযুদ্ধে সাহায্যের সুদেমূলে নিয়ে নিয়েছে ভারত, বর্তমানে অনেক মানুষ এটা বলেন: যুগশঙ্খের কলাম

মাছুম বিল্লাহ: [২] ভারতের প্রভাবশালী দৈনিক যুগশঙ্খের এক কলামে এ কথা বলা হয়েছে। ‘বাংলাদেশে মোদি বিদ্বেষ ধর্মন্ধতা না রাজনীতি’ শিরোনামে গত শুক্রবার প্রকাশিত ওই কলামে আরও বলা হয়ছে, বাংলাদেশের রাজনীতি কয়েক দশক ধরেই প্রো এবং অ্যান্টি ইন্ডিয়া দৃষ্টিকোণ থেকে চলছে।

[৩] সুব্রত দাসের ওই কলামে বলা হয়েছে, বাংলাদেশের মানুষরা ইদানিং স্যোশাল মিডিয়ায় ভালতের অভ্যন্তরীণ তিন তালাক আইন, রাম মন্দির, ্অনুচ্ছেদ বিলোপ, এনআরসি, কা, গুজরাট দাঙ্গা ইত্যাদি নিয়ে অদ্ভুত অদ্ভুত সব মিথ্যে এবং অর্ধসত্যিতে ভরা অসংখ্য পোস্ট এবং কমেন্ট করেন। কিন্তু এইসব পোষ্টে অনুচ্চাতি থাকে পবিত্র কোরআন পুড়িয়ে, রমজানের রোজা বন্ধ করে চীনে ইসলামের ওপর অকথ্য অত্যাচার এবং অন্যায় নিষেধাজ্ঞার কথা। বংলাদেশ এবং পাকিস্তানের তথাকতিত ইসলামের রক্ষাকর্তারা, যারা আসলে ইসলামিক থেকে অনেক বেশি ইসলামিষ্ট তাদের কর্মকাণ্ডে জিনপিং বা চীনের ইসলামের ওপর অমানবিক নির্যাতন নিয়ে সোচ্চার বা প্রতিবাদ প্রতিফলিত হয় না।

[৪] কলামে বলা হয়েছে, কাশ্মীরে পণ্ডিত নিধন কিংবা বাংলাদেশের হিন্দু হত্যাকাণ্ডের সামনে গুজরাট দাঙ্গা নিয়ে হাঙ্গামা শিশুসুলভ চপলতা ছাড়া কিছুই নয়। আরও পরিস্কার করে বললে বলতে হয়, হাঙ্গরের বাইটের সামনে পিঁপড়ের কামড়!

[৫] এক সময় পাকিস্তানের ‘অপারেশন সার্চলাইট’ যেমন ছিল হিন্দু এথনিক ক্লিনজিংয়ের একটা অজুহাত তেমনই ভারতের বর্তমান প্রধানমন্ত্রী, বাংলাদেশ থেকে সমূলে হিন্দু নির্বংশ করার ইসলামিস্টদের একটি অজুহাত মাত্র।

[৬] ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন সম্পর্কে বলা হয়েছে, প্রতিবেশি বন্ধু রাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করা মানে তার নিজের ক্ষতিসাধন করা। বাংলাদেশ বা ইসলামের বিপদ ভারতের প্রধানমন্ত্রী বা ভারত নয় বরং তাদের শত্রু-বিদেশি অর্থ এবং উস্কানিতে পরিচালিত তাদের দেশের ইসলামিস্ট!

  • সর্বশেষ
  • জনপ্রিয়