শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৩:৪৫ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ০৮:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, স্বজনের দাবি নির্যাতনে হত্যা

হারুন-অর-রশীদ: [২] জেলার সালথায় তান্ডবের ঘটনায় আরো এক আসামীর মৃত্যু হয়েছে। ওই আসামীর নাম আবুল হোসেন মোল্যা (৪৮)। সে উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামের ইমান উদ্দিন মোল্যার ছেলে।

[৩] সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু ওই আসামির মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার (১লা মে) সকালে পুলিশ হেফাজতে হঠাৎ আবুল হোসেন অসুস্থ হয়ে পড়েন। পড়ে তাকে জেলার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৪] তিনি বলেন, সালথায় তাণ্ডবের ঘটনায় গত বুধবার আবুল হোসেনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পড়ে তাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। ওই ইউপি চেয়ারম্যান পুলিশের উদ্ধৃতি দিয়ে বলেন, পুলিশ তাকে জানিয়েছেন ওই আসামি সকালে বাথরুমে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। পড়ে সে স্ট্রোক করে। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।

[৫] সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান বলেন, একজন মারা গেছে বলে শুনেছি। তবে, কিভাবে মারা গেছে তা আমার জানা নেই।

[৬] উল্লেখ্য, দেশে চলমান লকডাউনকে কেন্দ্র করে ও পরে নানাবিধ গুজব ছড়িয়ে গত ৫ এপ্রিল রাতে সালথা উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিসে তাণ্ডব চালায় কয়েক হাজার উত্তেজিত জনতা। এ সময় দুটি সরকারি গাড়িসহ কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় তারা। এতে প্রায় আড়াই কোটি টাকার সম্পদ ধ্বংস হয়েছে। এ ঘটনায় এর আগে দুই যুবক নিহত হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়