মোঃ রাইসুল ইসলাম: [২] সিরাজগঞ্জের কামারখন্দে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র সহ চারজন ডাকাতকে আটক করেছে কামারখন্দ থানা পুলিশ।
[৩] শুক্রবার মধ্য রাতে উপজেলার নান্দিনামধু এলাকা থেকে তাদের আটক করা হয়।
[৪] আটককৃতরা হলেন, উল্লাপাড়া উপজেলার সাইদুল ইসলামের ছেলে নয়ন, নজরুল ইসলামের ছেলে নাইমুল ইসলাম, আবদুল মালেক এর ছেলে সুমন ও শাহজাদপুর উপজেলার নুরনবী মন্ডলের ছেলে আরিফুল ইসলাম।
[৫] এসময়ে তাদের কাছ থেকে ২টি মোটরসাইকেল, ২টি ধারালো ছুরি, ৪টি মোবাইল ফোন, ২টি পাটের ছালা ও একটি স্কুল ব্যাগ উদ্ধার করা হয়।কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন সরকার বিষয়টি নিশ্চিত করেন।
[৬] কামারখন্দ থানার অফিসার ইনচার্জ কে,এম রাকিবুল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নান্দিনামধু এলাকায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি