শিরোনাম
◈ কালকের মধ্যে জুলাই সনদের আদেশ না হলে ১১ নভেম্বর ঢাকায় জনস্রোত হবে: ইসলামি ৮ দলের হুঁশিয়ারি ◈ পুঁজিবাজারে বড় ধাক্কা: একীভূত প্রক্রিয়ায় পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত ◈ আমরা সরকারের চালাকি বুঝি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: ডা. তাহের ◈ বিএনপিতে যোগদান নিয়ে যা জানালেন স্নিগ্ধ ◈ সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিল হাইকোর্ট ◈ সিরীয় বংশোদ্ভূত জোহরান মামদানির স্ত্রী রামা দুয়াজি এখন বিশ্বজুড়ে আলোচনায় ◈ জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক বিভাজন গভীরতর: তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের সময়কালেই মূল অচলাবস্থা ◈ পাঁচ দফা দাবিতে রাজধানীতে জামায়াতসহ আট ইসলামি দলের যমুনা অভিমুখে পদযাত্রা শুরু ◈ আলী রীয়াজ নয় মাসে ৮৩ কোটি টাকা খরচ করে পালিয়েছে: মোশাররফ আহমেদ ঠাকুর (ভিডিও) ◈ ডিবি হারুনকে সরাতে শেখ হাসিনার নির্দেশ, দায় চাপালেন স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর: ওবায়দুল কাদের-হারুন অডিও ফাঁস

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০৮:০৭ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০৮:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসাল আল ইসলামের দুই সদস্য গ্রেপ্তার

সুজন কৈরী: রাজধানীর পল্লবী এবং মানিকগঞ্জের শিবালয় এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। গ্রেপ্তারকৃতরা হলেন- সজিব হোসেন খান (২২) ও আব্দুল্লাহ জায়েদ (১৯)।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে ওই দুই জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জঙ্গি সংগঠনের বিভিন্ন ধরনের উগ্রবাদী বই ও বিভিন্ন প্রমাণাদি জব্দ করা হয়েছে।

র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি জিয়াউর রহমান চৌধুরী বলেন, গত ১৯ এপ্রিল র‌্যাব-৪ আনসার আল-ইসলামের ২ সদস্যকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পল্লবী এবং মানিকগঞ্জের শিবালয় এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি সংগঠনটির আরও দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তরকৃতরা ধর্মীয় ব্যাখ্যা বিকৃত করে ধর্মপ্রাণ মানুষদেরকে বিভ্রান্ত করায় সক্রিয় ছিলেন। তারা সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমকে চরমপন্থায় উস্কানি দেওয়ার প্লাটফর্ম হিসাবে ব্যবহার করছিলেন।

র‌্যাব জানিয়েছে, সজিব হোসেন পেশায় একজন ছাত্র এবং একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা সম্পন্ন করেছে। আনসার আল ইসলামের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পাশাপাশি অন্যদের উদ্ধুদ্ধকরণের জন্য অনলাইনে বিভিন্ন উগ্রবাদী লেখালেখি ও ভিডিও প্রচার এবং নিয়মিত চাঁদা সংগ্রহ করছিলেন।

আব্দুল্লাহ জায়েদ পেশায় ছাত্র। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বেনামী আইডি ব্যবহার করে আনসার আল ইসলামের সদস্যের সঙ্গে যোগাযোগ করতেন এবং সংগঠনের সদস্যদের নিয়ে অনলাইনভিত্তিক কর্মপরিকল্পনাসহ উদ্ভুদ্ধকরণের জন্য বিভিন্ন বক্তব্য এবং উগ্রবাদী ভিডিও প্রচার করছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়