শিরোনাম
◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০৭:১৩ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ১২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক বয়ফ্রেন্ডকেই বিয়ে করতে চান দুই বোন

ডেস্ক রিপোর্ট: যমজ দুই বােন মানসী আর মান্য কথা আমরা শুনেছি। তাদের ছােটবেলা থেকেই সবাই রীতিমতাে গুলিয়ে ফেলত দুজনকে একসঙ্গে দেখলে। তাদের মুখ ও চেহারা একই রকম। মানসী আর মান্য মতো অনেক যমজদের গল্প আমরা শুনেছি। আজ যাদের কথা বলবো তাদের গল্পটা একটু ভিন্ন। বলছি অস্ট্রেলিয়ার যমজ দুই বোনের কথা। তাদের নাম আনা ডিচিকোয়ে ও লুসি।

তারা দাবি করেন তাদের মতো যমজ দুনিয়ায় দ্বিতীয় নেই। তাদের সম্পর্ক যেন এক অন্য পর্যায়ে নিয়ে গেছেন। কেউ কাউকে ছাড়া থাকতে পারবেন না, তাই এখন একজনের সঙ্গেই প্রেম করছেন অস্ট্রেলিয়ার এই যমজ দুই বোন। আনা ডিচিকোয়ে এবং তার যমজ বোন লুসি সবকিছু ভাগাভাগি করেন। ৩৫ বছর বয়সী দুই বোনের বিছানা, জামা-কাপড় এমনকি বয়ফ্রেন্ডকেও শেয়ার করছেন। ২০১২ সাল থেকে বেন বায়ার্নকে ডেট করছেন দুই বোন মিলে।

দুই বোন বলেন, তারা একসঙ্গে দুইজন টয়লেটে যান এবং গোসলও করেন। দুজন এতবেশি মাখামাখি করে থাকেন যে, তাদের ‘বিশ্বের সবচেয়ে একই রকম যমজ’ বলে বর্ণনা করা হয়। অস্ট্রেলিয়ার পার্থের বাসিন্দা এই দুই বোন জানান, তারা বায়ার্নকে বিয়ে করতে চান। তবে সেটা আইনত নিষিদ্ধ। আনা বলেন, যেদিন প্রথম বায়ার্নের সঙ্গে আমাদের পরিচয় হয়, সেদিন আমরা দুই বোনই তাকে কিস করেছি। এটা শুরু থেকেই দারুণ ছিল। আমরা তখন থেকেই ডেট শুরু করি। সে আমাদের সমানভাবে ভালোবাসে। আমাদের একজনের জন্য সে যা করেন, অন্যজনের জন্যও তা করে বায়ার্ন।

বায়ার্ন শুরুতে এটা মানতে পারেনি। তবে বায়ার্ন দুই বোনের সম্পর্কটাকে উপলব্ধি করতে পেরেছে। তাই এক বিছানাও ভাগাভাগি করেছে এই তিনজন। আনা বলেন, আমরা একে অপরকে এক পাও চলতে পারি না।

ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়