মাসুদ আলম : [২] বংশাল থানার মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মীর রেজাউল ইসলাম আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করেন। শুনানি শেষে মুসা ম্যানশনের কেমিক্যাল দোকান মালিক মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ মোস্তফার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
[৩] আসামি পক্ষের আইনজীবী তৌফিকুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের এ আদেশ দেন।
[৪] গত ২৩ এপ্রিল রাতে অবহেলাজনিত মৃত্যু এবং অবৈধভাবে রাসায়নিক দ্রব্য রাখার দায়ে ভবন মালিক ও গোডাউন মালিকসহ ৮ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এছাড়াও মামলায় আরও অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করা হয়েছে।
[৫] বৃহস্পতিবার দিনগত রাত ৩টা ১৮ মিনিটে আরমানিয়ান স্ট্রিটের হাজী মুসা ম্যানশনে আগুনের সূত্রপাত ঘটে।