শিরোনাম
◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০৮:৩২ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই প্রতিষ্ঠানের কাছে জিম্মি অক্সিজেন সরবরাহ !

মিনহাজুল আবেদীন: [২] সোমবার একাত্তর জার্নালের এক প্রতিবেদন জানায়, দেশের দুটি প্রতিষ্ঠানের হাতে জিম্মি সব সরকারি হাসপাতালের অক্সিজেন সরবরাহ। উচ্চ আদালতের একটি স্থগিতাদেশের সুযোগ নিয়ে, গেলো ৬ বছর ধরে দেশের সব সরকারি হাসপাতালে অক্সিজেন দিয়ে আসছে লিন্ডে ও স্পেক্ট্রা বাংলাদেশ লিমিটেড।

[৩] তাদের বিরুদ্ধে অভিযোগ, অন্যদের সরবরাহের সুযোগ না দিয়ে প্রতিষ্ঠান দুটি আদালতের স্থগিতাদেশকে দীর্ঘায়িত করছে। ফলে করোনা দুর্যোগে অক্সিজেনের চাহিদা পূরণ করতে পারছে না অন্য কোম্পানি। যে কারণে ভারত থেকে অক্সিজেন আমদানিতে বাধ্য হচ্ছে সরকার। আর ভারতও অক্সিজেন রফতানি বন্ধ করেছে।

[৪] কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমদ বলেন, দেশের সকল জেলা বা উপজেলা সরকারি হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহের কাজ করছে লিন্ডে ও স্পেক্ট্রা নামের দুটি প্রতিষ্ঠান। আগে যে অক্সিজেনে ১০ দিন চলতো এখন সেটা দুই থেকে তিন দিনেই শেষ হয়ে যাচ্ছে। হাসপাতালটিতে অক্সিজেন সরবরাহ করছে লিন্ডে বাংলাদেশ। কিন্তু চাইলেও আর কোনও প্রতিষ্ঠান থেকে অক্সিজেন নেওয়ার উপায় নেই।

[৫] ইসলাম অক্সিজেন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ২০১৬ সালে এই দুই প্রতিষ্ঠান আদালতের মাধ্যমে অন্য যে কোনো প্রতিষ্ঠানের অক্সিজেন সরবরাহের ওপর স্থগিতাদেশ আদায় করে নেয়। কিন্তু এখন এই দুর্যোগে মুহুর্তে তারা অক্সিজেনের সরবরাহ ঠিক রাখতে পারছে না।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম বলেন, দেশে আরও অনেক প্রতিষ্ঠানেরই অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সক্ষমতা আছে। কিন্তু আদালতের নির্দেশের কারণেই নতুন করে দরপত্র আহ্বান করা যাচ্ছে না। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়