শিরোনাম
◈ একপাক্ষিক নির্বাচনের শঙ্কা জামায়াত- এনসিপির, কী বলছে ইসি? ◈ স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ এলপিজি নিয়ে সংকট: বৃহস্পতিবার থেকে বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ী সমিতির ◈ জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয় ◈ বি‌পিএল, সিলেট টাইটান্স‌কে হারিয়ে আবার শী‌র্ষে চট্টগ্রাম রয়‌্যালস ◈ ট্রাম্প ভেনেজুয়েলার যা করেছেন, চাইলে বাংলাদেশেও করুন, কিন্তু খেলোয়াড় কেন: জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ◈ এবার লিটন দাসের চুক্তিও বাতিল করল ভারতীয় প্রতিষ্ঠান! ◈ বড় বাজারে অর্ডার কম, নতুন বাজারেও ধাক্কা: পোশাক রফতানিতে চ্যালেঞ্জ ◈ এবারের নির্বাচন লাইনচ্যুত রেলকে লাইনে ফেরানোর চেষ্টা: নির্বাচন কমিশনার সানাউল্লাহ ◈ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০৮:৩২ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই প্রতিষ্ঠানের কাছে জিম্মি অক্সিজেন সরবরাহ !

মিনহাজুল আবেদীন: [২] সোমবার একাত্তর জার্নালের এক প্রতিবেদন জানায়, দেশের দুটি প্রতিষ্ঠানের হাতে জিম্মি সব সরকারি হাসপাতালের অক্সিজেন সরবরাহ। উচ্চ আদালতের একটি স্থগিতাদেশের সুযোগ নিয়ে, গেলো ৬ বছর ধরে দেশের সব সরকারি হাসপাতালে অক্সিজেন দিয়ে আসছে লিন্ডে ও স্পেক্ট্রা বাংলাদেশ লিমিটেড।

[৩] তাদের বিরুদ্ধে অভিযোগ, অন্যদের সরবরাহের সুযোগ না দিয়ে প্রতিষ্ঠান দুটি আদালতের স্থগিতাদেশকে দীর্ঘায়িত করছে। ফলে করোনা দুর্যোগে অক্সিজেনের চাহিদা পূরণ করতে পারছে না অন্য কোম্পানি। যে কারণে ভারত থেকে অক্সিজেন আমদানিতে বাধ্য হচ্ছে সরকার। আর ভারতও অক্সিজেন রফতানি বন্ধ করেছে।

[৪] কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমদ বলেন, দেশের সকল জেলা বা উপজেলা সরকারি হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহের কাজ করছে লিন্ডে ও স্পেক্ট্রা নামের দুটি প্রতিষ্ঠান। আগে যে অক্সিজেনে ১০ দিন চলতো এখন সেটা দুই থেকে তিন দিনেই শেষ হয়ে যাচ্ছে। হাসপাতালটিতে অক্সিজেন সরবরাহ করছে লিন্ডে বাংলাদেশ। কিন্তু চাইলেও আর কোনও প্রতিষ্ঠান থেকে অক্সিজেন নেওয়ার উপায় নেই।

[৫] ইসলাম অক্সিজেন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ২০১৬ সালে এই দুই প্রতিষ্ঠান আদালতের মাধ্যমে অন্য যে কোনো প্রতিষ্ঠানের অক্সিজেন সরবরাহের ওপর স্থগিতাদেশ আদায় করে নেয়। কিন্তু এখন এই দুর্যোগে মুহুর্তে তারা অক্সিজেনের সরবরাহ ঠিক রাখতে পারছে না।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম বলেন, দেশে আরও অনেক প্রতিষ্ঠানেরই অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সক্ষমতা আছে। কিন্তু আদালতের নির্দেশের কারণেই নতুন করে দরপত্র আহ্বান করা যাচ্ছে না। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়