শিরোনাম
◈ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে জাস্টিস ডিপার্টমেন্টকে সুপারিশ করা হবে: ডোনাল্ড লু ◈ সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা ◈ আজ ঘরে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ◈ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে  রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ ◈ হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা আলাল

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০১:০৬ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌগাছায় স্বামীর বিরু‌দ্ধে স্ত্রী হত্যার অ‌ভি‌যোগ

র‌হিদুল খান : [২] য‌শো‌রের চৌগাছায় স্বামীর বিরু‌দ্ধে শ্বাস‌রোধ ক‌রে স্ত্রী হত‌্যার অ‌ভি‌যো‌গে উ‌ঠে‌ছে।

[৩] রোববার রা‌তে চৌগাছা পৌরসভার ৫ নং ওয়া‌র্ডের মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে। ঘটনার সা‌থে জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে পু‌লিশ দুইজন‌কে আটক ক‌রে‌ছে।

[৪] আটককৃতরা হ‌লেন ঐ এলাকার হাসানুর রহমা‌নের ছে‌লে ইমরান হো‌সেন (২২) ও তার মা বিল‌কিস বেগম । জানাযায় র‌বিবার রাত ১১ টার দি‌কে ইমরান ও তার সহ‌যোগীরা ইমরা‌নের স্ত্রী আ‌য়েশা বেগম (১৮) কে শ্বাস‌রোধ ক‌রে হত‌্যা ।

[৫] এক পর্যা‌য়ে তারা চেচা‌মে‌চি ক‌রে ব‌লে, আ‌য়েশা গলায় দ‌ড়ি দি‌য়ে আত্মহত‌্যা ক‌রে‌ছে। প্রতি‌বে‌শিরা এ‌গি‌য়ে এ‌সে দে‌খে ঘ‌রের মে‌ঝেই লাশ শোয়া‌নো। সংবাদ পে‌য়ে চৌগাছা থানার অ‌ফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবু‌জের নেতৃ‌ত্বে পু‌লিশ ঘটনাস্থ‌লে যায়।

[৬] সুরতহাল রি‌পোর্ট করার সময় পু‌লি‌শের স‌ন্দেহ হয় আ‌য়েশা‌কে শ্বাস‌রোধ ক‌রে হত‌্যা করা হ‌তে পা‌রে। ঘটনার সা‌থে জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে পু‌লিশ ইমরান ও তার মা বিল‌কিস বেগম‌কে আটক ক‌রে। পু‌লিশ লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য য‌শোর ২৫০ শয্যা জেনা‌রেল হাসপাতা‌লে পা‌ঠি‌য়ে‌ছে।

[৭] মৃত আ‌য়েশা ‌বেগম য‌শোর সদর উপ‌জেলার দিয়াপাড়া গ্রা‌মের ই‌লিয়াস হো‌সে‌নের মে‌য়ে। আ‌য়েশার মা কুলসুমা বেগম ব‌লেন আজ থে‌কে এক বছর পূ‌র্বে ইমরা‌নের সা‌থে আ‌য়েশার বিবাহ হয়। ভালই চল‌ছিল তা‌দের সংসার হঠাৎ কি হ‌লো বুঝলামনা ।

[৮] তি‌নি আ‌রো ব‌লেন রোববার ইফতা‌রের দশ মি‌নিট পূ‌র্বেও মে‌য়ের সা‌থে আমার মোবাইল ফো‌নে কথা হ‌য়ে‌ছে তখনও মে‌য়ে তেমন কিছু জানায়‌নি আমা‌কে। চৌগাছা থানার ও‌সি সাইফুল ইসলাম সবুজ ব‌লেন লা‌শের সুরতহাল দে‌খে প্রাথ‌মিকভা‌বে এটা আত্বহত্যা ব‌লে ম‌নে হয়‌নি।তা‌কে

[৯] শ্বাস‌রোধ ক‌রে হত্যা করা হ‌তে পা‌রে ব‌লে স‌ন্দেহ করা হ‌চ্ছে সে কার‌নেই তাদের‌কে আটক করা হ‌য়ে‌ছে। ময়নাতদন্ত রি‌পোর্ট পাওয়ার পর বা‌কিটা জানা যা‌বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়