শিরোনাম
◈ বিশ হাজার টাকায় প্রবাসী কর্মীদের দেশে ফেরা নিশ্চিতে বিশেষ উদ্যোগ ◈ বেনাপোল বন্দরে ১ দিনে ১৪৪৩ যাত্রী পারাপার, ৪৮৩ ট্রাক বাণিজ্য ◈ ভোটার উপস্থিতিই কি নির্বাচনকে গ্রহণযোগ্য বানায়? ◈ অ‌স্ট্রেলিয়ার বিগ ব‌্যাশ দল হোবার্ট হারিকেন্স কোচ রিশাদ হো‌সে‌নের প্রশংসায় পঞ্চমুখ  ◈ গায়ানার জর্জটাউনে চার্জ দ্য অ্যাফেয়ার্স বা ফার্স্ট সেক্রেটারি পর্যায়ের একটি নতুন কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত ◈ এবার ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়েছে ইংল্যান্ড! ◈ ‌তেরান‌কে এবার ইংল‌্যা‌ন্ডের হুম‌কি, কো‌নো অজুহাত ছাড়া পরমাণু কর্মসূচি বা‌তিল কর‌তে হ‌বে ◈ বাংলাদেশে গিয়ে আসামের মিঞাঁ মুসলমানদের ভোট দিতে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ◈ হা‌রিস রউফ পাকিস্তানের বিশ্বকাপ দলে না থাকায় বিস্মিত অ‌স্ট্রেলিয়ার ক্লার্ক ও ফিঞ্চ ◈ ভোটারদের মন জয় করতে প্রতিশ্রুতির প্রতিযোগিতা, বক্তব্যে উত্তাপ

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৪:৩৪ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শামীম আহমেদ: জনস্বাস্থ্যের দুর্বল মাঠটাকে আরও দূর্বল করবেন না প্লিজ

শামীম আহমেদ: এই করোনাকালীন সময়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা তাদের জ্ঞানের প্রতিফলন নানাভাবে ঘটাতে পারেন। [১] পড়ালেখা, গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা ও বিশ্লেষণের মাধ্যমে মানুষের কাছে গুরুত্বপূর্ণ ও জরুরি তথ্যটি পৌঁছে দিতে পারেন।

[২] জরুরি তথ্যটি পৌঁছানোর সঙ্গে সঙ্গে মানুষের করণীয় বিষয়ে তাদেরকে সুনির্দিষ্ট দিক-নির্দেশনা দিতে পারেন।

[৩] তথ্যগুলোর মধ্যে যেগুলো মানুষকে আশাবাদী করবে, বাঁচতে শেখাবে, সহায়তা করবে সেগুলো বিশেষভাবে তুলে ধরতে পারেন।

অথবা, [৪] সমাজে চাঞ্চল্য সৃষ্টির জন্য, ফেইসবুকে আলোড়ন তুলবার জন্য মানুষকে আতংকিত করতে পারে এমন তথ্যের উপস্থাপন করতে পারেন। দুঃখজনক হলেও সত্য বাংলাদেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের করোনাকালীন সময়ে দেখলাম মূলত বিদেশি পত্রিকা ও সংবাদ মাধ্যমের তথ্য অনুবাদ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে। না আছে কোনো বিচার-বিশ্লেষণ, না আছে নিজস্ব জ্ঞানের প্রতিফলন, না কোনো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি! মানুষকে আশা, ভরসা কিংবা সাহস দেয়া তো দূরের কথা।

অনুবাদক হতে হলে সেবা প্রকাশনীতে যোগাযোগ করেন, জনস্বাস্থ্যের দুর্বল মাঠটাকে আরও দূর্বল করবেন না প্লিজ।  ২৪ এপ্রিল ২০২১। ফেসবুক থেকে আমিরুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়