শিরোনাম
◈ কাকে ভোট দেওয়া উচিত, জানালেন শায়খ আহমাদুল্লাহ ◈ বিনিয়োগ স্থবিরতা ও রাজস্ব ঘাটতি: নতুন সরকারের সামনে বড় আর্থিক চ্যালেঞ্জ ◈ বাংলাদেশে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ কমাল ভারত, শীতে লোডশেডিং ও গরমে বড় সংকটের আশঙ্কা ◈ পাসপোর্ট কেড়ে নিয়ে জোরপূর্বক চুক্তি, মিয়ানমার থেকে ফেরা বাংলাদেশিদের লোমহর্ষক বর্ণনা ◈ এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান (ভিডিও) ◈ শুক্রবার বি‌পিএ‌লের ফাইনা‌লে চট্টগ্রাম রয়‌্যালস ও রাজশাহী ওয়া‌রিয়র্স মু‌খোমু‌খি ◈ এবার ওষুধ আমদানিতে বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করলেন আফগান ব্যবসায়ীরা! ◈ নির্বাচনে ৪৫ ঋণখেলাপি, কেবলই আইনের মারপ্যাঁচ, না ক্ষমতার অপব্যবহার: প্রশ্ন বিশেষজ্ঞ-অর্থনীতিবিদদের ◈ শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়ার প্রসঙ্গে যা বলল জাতিসংঘ ◈ নির্বাচনী জনসংযোগে টুপি,ঘোমটা দিলে কি ভোট বেশি পাওয়া যায়?

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০১:৪৬ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাগার গড়ে তোলা হবে, বললেন নওফেল

নিউজ ডেস্ক : শুক্রবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক বই দিবস ও কপিরাইট দিবস উপলক্ষে বিকেলে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।'

‘আন্তর্জাতিক বই দিবসে বাংলাদেশের প্রেক্ষাপট : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এই সভার আয়োজন করে পাঠাগার আন্দোলন বাংলাদেশ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। জাগোনিউজ

সভায় প্রধান আলোচক হিসেবে মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বর্তমানে সরাসরি বা অনলাইনে বই পড়ার মানসিকতা তৈরি করতে হবে। বই পড়া ছাড়া কেউ কখনো উন্নত মানসিকতার অধিকারী হতে পারে না। বই পড়ার আন্দোলন জোরদার করতে প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাগার গড়ে তোলা হবে।

দেশে বই পড়ার আন্দোলন জোরদার করার জন্য গ্রামীণ পাঠাগারের বিকল্প নেই জানিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ৮৫০টি পাঠাগারকে সহযোগিতা করা হয় এবং ভবিষ্যতে এটা আরও বৃদ্ধি করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভাপতির আলোচনায় কুমিল্লা সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দীন বাহার বলেন, পাঠাগার প্রতিষ্ঠা ও বই পড়ার আন্দোলন বেগবান করার জন্য সর্বদা কাজ করে যাব। এ সময় তিনি যুব সমাজকে নেশা ছেড়ে বই হাতে নেয়ার আহ্বান জানান। এছাড়া পাঠাগার আন্দোলন বাংলাদেশকে একটি নান্দনিক ভবন উপহার দেয়ার আশ্বাস দেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাংসদ ও বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের সভাপতি হাবিবা রহমান খান শেফালী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, পাঠাগার আন্দোলন বাংলাদেশের ট্রাস্টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (ময়মনসিংহ) চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল, বাংলাদেশ পুলিশের সাবেক এআইজি মালিক খসরু, প্ল্যান্ট জেনেটিক ইঞ্জিনিয়ার ফেরদৌসী বেগম, সময় টেলিভিশনের পরিচালক তুষার আব্দুল্লাহ, বিশিষ্ট নজরুল গবেষক ও সঙ্গীত শিল্পী দীপা দাস। সভায় সঞ্চালক হিসেবে ছিলেন পাঠাগার আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান মো. ইমাম হোসাইন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়