ফরিদুল মোস্তফা খান: উখিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪০ হাজার ৫শ টাকাসহ একজন নারীকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা পুলিশ জানায়, ২৩ এপ্রিল ভোররাত পৌনে ৩টার সময় উখিয়া থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে উখিয়ার মুহুরীপাড়ার জালাল উদ্দিন এর স্ত্রী তাহমিনা বেগম (৩৩) এর কাছ থেকে ৭ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪০ হাজার ৫শ টাকা উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করে।
আটক নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও পুলিশ জানায়।