শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ১২:৩৯ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাতে ফরাসি কাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে পিএসজি ও অ্যাঞ্জার্স

স্পোর্টস ডেস্ক : [২] ফরাসি কাপের কোয়ার্টার ফাইনালে অ্যাঞ্জার্সের বিপক্ষে লড়বে কোচ পচেত্তিনোর দল পিএসজি। পার্ক দে প্রিন্সেসে ম্যাচটি শুরু হবে বুধবার (২১ এপ্রিল) রাত পৌনে ১১টায়। এদিকে ইপিএলে রাত ১১টায় টটেনহ্যামের মুখোমুখি হবে সাউদাম্পটন।

[৩] বিদ্রোহী ক্লাবগুলোর সুপার লিগ আয়োজনের খবরে উত্তাল ইউরোপ। ১২টি ক্লাবের সুপার লিগ আয়োজনের সিদ্ধান্তে নাখোস উয়েফা ও ফিফা। কিন্তু তাত টলেনি বিদ্রোহী ক্লাবগুলো। এ দলে নাম লেখায়নি পিএসজি। সুপার লিগ আয়োজনের পক্ষে বিপক্ষে কোন নৌকাতেই পা দেয়নি ফরাসি জায়ান্টরা। জ্বল ঘোলা হচ্ছে শুধুই। বাতাসে ভাসছে উয়েফা এ মৌসুমে রিয়াল, চেলসি ও ম্যানচেস্টার সিটির ওপর যদি নিষেধাজ্ঞা আরোপ করে তবে অটোপাস হয়ে যাবে পিএসজি। যদিও এ নিয়ে এখনও কিছু বলেনি প্যারিসিয়ানরা।

[৪] ফরাসি কাপের দিকেই পুরো মনোযোগ তাদের। কোয়ার্টার ফাইনালে অ্যাঞ্জার্স বাঁধা পাড়ি দেয়াই মূল লক্ষ্য পিএসজির। লিগেও সময়টা ভালই কাটছে পচেত্তিেিনার দলের। ৩৩ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নেইমাররা। শীর্ষে থাকা লিলে'র সঙ্গে ব্যবধান মাত্র ১ পয়েন্ট। প্রতিপক্ষ অ্যাঞ্জার্স আছে ১২তম স্থানে।

[৫] তবে কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ মঞ্চে প্রতিপক্ষকে খাটো করে দেখছে না পিএসজি।ঘারের ইনজুরির কারণে অ্যাঞ্জার্স ম্যাচে মাঠে নামতে পারবেন না কেইলর নাভাস। এছাড়াও ইনজুরির কারণে মাঠের বাইরে মারকুইনহোস ও হুয়ান বারনেট। এ মৌসুমে এরইমধ্যে দুবার অ্যাঞ্জার্সকে হারানোর সুখস্মৃতি আত্মবিশ্বাস যোগাচ্ছে পিএসজিকে। - গোল ডটকম/ সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়