শিরোনাম
◈ গাজা থেকে সিডনি; যখন ইসরায়েল বিশ্বের ইহুদিদের জীবন কেড়ে নেয়! ◈ বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করলেন ডোনাল্ড ট্রাম্প ◈ ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরে কী ঘটেছিলো ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর  ◈ ১৯৭১-এর বিজয় স্মরণে মোদির পোস্ট, বাংলাদেশের নাম না থাকায় প্রশ্ন ◈ বিভাজন ও হিংসা ভুলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার: তারেক রহমান ◈ হাদি হত্যা চেষ্টা: ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী কে এই দাঁতভাঙা কবির? ◈ আজ থে‌কে ঢাকায় শুরু আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা  ◈ আয়ের সঙ্গে ব্যয় মিলাতে পারছেন না সাধারণ মানুষ ◈ মিথ্যা ইতিহাস রচনা করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রাপ্য মূল্যায়ন থেকে বঞ্চিত করা হয়েছে: জামায়াত আমির ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করলেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ১২:৩৯ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাতে ফরাসি কাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে পিএসজি ও অ্যাঞ্জার্স

স্পোর্টস ডেস্ক : [২] ফরাসি কাপের কোয়ার্টার ফাইনালে অ্যাঞ্জার্সের বিপক্ষে লড়বে কোচ পচেত্তিনোর দল পিএসজি। পার্ক দে প্রিন্সেসে ম্যাচটি শুরু হবে বুধবার (২১ এপ্রিল) রাত পৌনে ১১টায়। এদিকে ইপিএলে রাত ১১টায় টটেনহ্যামের মুখোমুখি হবে সাউদাম্পটন।

[৩] বিদ্রোহী ক্লাবগুলোর সুপার লিগ আয়োজনের খবরে উত্তাল ইউরোপ। ১২টি ক্লাবের সুপার লিগ আয়োজনের সিদ্ধান্তে নাখোস উয়েফা ও ফিফা। কিন্তু তাত টলেনি বিদ্রোহী ক্লাবগুলো। এ দলে নাম লেখায়নি পিএসজি। সুপার লিগ আয়োজনের পক্ষে বিপক্ষে কোন নৌকাতেই পা দেয়নি ফরাসি জায়ান্টরা। জ্বল ঘোলা হচ্ছে শুধুই। বাতাসে ভাসছে উয়েফা এ মৌসুমে রিয়াল, চেলসি ও ম্যানচেস্টার সিটির ওপর যদি নিষেধাজ্ঞা আরোপ করে তবে অটোপাস হয়ে যাবে পিএসজি। যদিও এ নিয়ে এখনও কিছু বলেনি প্যারিসিয়ানরা।

[৪] ফরাসি কাপের দিকেই পুরো মনোযোগ তাদের। কোয়ার্টার ফাইনালে অ্যাঞ্জার্স বাঁধা পাড়ি দেয়াই মূল লক্ষ্য পিএসজির। লিগেও সময়টা ভালই কাটছে পচেত্তিেিনার দলের। ৩৩ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নেইমাররা। শীর্ষে থাকা লিলে'র সঙ্গে ব্যবধান মাত্র ১ পয়েন্ট। প্রতিপক্ষ অ্যাঞ্জার্স আছে ১২তম স্থানে।

[৫] তবে কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ মঞ্চে প্রতিপক্ষকে খাটো করে দেখছে না পিএসজি।ঘারের ইনজুরির কারণে অ্যাঞ্জার্স ম্যাচে মাঠে নামতে পারবেন না কেইলর নাভাস। এছাড়াও ইনজুরির কারণে মাঠের বাইরে মারকুইনহোস ও হুয়ান বারনেট। এ মৌসুমে এরইমধ্যে দুবার অ্যাঞ্জার্সকে হারানোর সুখস্মৃতি আত্মবিশ্বাস যোগাচ্ছে পিএসজিকে। - গোল ডটকম/ সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়