শিরোনাম
◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ১০:৪৯ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে নিষিদ্ধ হতে পারে রিয়াল মাদ্রিদ, চেলসি ও ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক : [২] চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের আগে রিয়াল মাদ্রিদ, চেলসি ও ম্যানচেস্টার সিটিকে নিষিদ্ধ করা হতে পারে। উয়েফা নির্বাহী কমিটির সদস্য ইয়েসপের মোলার ইঙ্গিত দিয়েছেন, ইএসএল খ্যাত ইউরোপিয়ান সুপার লিগে নাম লেখানোয় নিষিদ্ধ করা হতে পারে ক্লাবগুলোকে।

[৩] রোববার (১৮ এপ্রিল) রাতে বিদ্রোহী লিগ খ্যাত ইউরোপিয়ান সুপার লিগ চালুর আনুষ্ঠানিক ঘোষণা আসার পর এই লিগে যোগ দিয়েছে ইউরোপের শীর্ষ ১২টি ক্লাব। ক্লাবগুলো যথাক্রমে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনাল, চেলসি, টটেনহ্যাম হটস্পার, জুভেন্তাস, এসি মিলান এবং ইন্টার মিলান।

[৪] উয়েফা জানিয়ে দেয়, ইএসএলে যোগ দেয়ার পর উয়েফার সব প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ ঘোষণা করা হবে ক্লাবগুলোকে। ইয়েসপের মোলার সোমবার গণমাধ্যমকে বলেন, ইএসএলে যোগ দিলে অবশ্যই উয়েফা ছাড়তে হবে। আগামী শুক্রবারের মধ্যেই নিষিদ্ধের ঘোষণা আসতে পারে বলে আশা করছি। এরপর ভাবব সেমি-ফাইনাল ও ফাইনাল নিয়ে। এদিকে উয়েফা সভাপতি আলেকসান্দের চেফেরিন সোমবার জানান, খুব দ্রুতই ক্লাবগুলোকে নিষেধাজ্ঞা দেয়া হবে।

[৫] চলতি মাসের শেষ দিকে মাঠে গড়ানোর কথা ছিল সেমি-ফাইনালের। সূচি অনুযায়ী প্রথম লেগে মুখোমুখি হওয়ার কথা ম্যানসিটি-পিএসজি এবং রিয়াল ও চেলসি। - ইন্ডিয়ান এক্সপ্রেস/ মার্কা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়