শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ১২:৩৭ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ১২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্যাটে-বলে ব্যর্থতায় মোস্তাফিজদের ৪৫ রানের হার

মাহিন সরকার : [২] রাজস্থান রয়্যালসের বোলিংয়ে ব্যর্থতার কারণে চেন্নাই সুপার কিংস পুরো সুযোগ কাজে লাগিয়েছে। ১৮৯ রানের বড় লক্ষ্যে নেমে ব্যাটিংয়েও ব্যর্থ আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়নরা। তিন ম্যাচে রাজস্থান দ্বিতীয় হারের মুখ দেখলো। মহেন্দ্র সিং ধোনি চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে দুইশতম ম্যাচটি স্মরণীয় করে রাখলেন ৪৫ রানের জয়ে।

[৩] বড় লক্ষ্যে নেমে জস বাটলারের ব্যাটে লড়াই চালিয়ে যাচ্ছিল রাজস্থান। কিন্তু ১২তম ওভারে জোড়া আঘাতে তাদের বড় ধাক্কা দেন রবীন্দ্র জাদেজা। বাটলারকে এক রানের আক্ষেপে পোড়ান চেন্নাই স্পিনার। ৩৫ বলে ৪৯ রানে আউট হন ইংলিশ ব্যাটসম্যান। ওই ওভারের শেষ বলে শিবম দুবেকেও ১৭ মাঠছাড়া করেন জাদেজা।

[৪] মঈন আলী বল হাতে বাজিমাত করেন। টানা দুই ওভারে ডেভিড মিলার ২, রিয়ান পরাগ ৩ ও ক্রিস মরিসকে ০ ফেরান ইংলিশ স্পিনার। গত ম্যাচের দুই সেরা পারফর্মার মিলার ও মরিস বিদায় নিলে ৯৫ রানের মধ্যে ৭ উইকেট হারায় রাজস্থান।

[৫] পরে রাহুল তেওয়াতিয়া ও জয়দেব উনারকাটের ৪২ রানের জুটি হারের ব্যবধান কমায়। শেষ দুই ওভারে তিন বলের ব্যবধানে দুজন উইকেট হারান। শেষ ওভারে চার বল বাকি থাকতে ক্রিজে নামেন মোস্তাফিজ। চারটি বল খেলে তিনি রানের খাতাই খুলতে পারেননি। ৯ উইকেটে ১৪৩ রানে থামে রাজস্থান।

[৬] চেন্নাইয়ের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন মঈন। স্যাম কারান ও জাজেদা দুটি করে উইকেট পান। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়