শওগাত আলী সাগর: কানাডার অন্টারিও প্রদেশে চলছে লকডাউন। জরুরী প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হতে বলা হয়েছে নাগরিকদের। এক শহর থেকে অন্য শহরে, এক পদেশ থেকে অন্য প্রদেশে যাতায়াত নিষেধ। তবু কানাডিয়ানরা এখানে সেখানে যাচ্ছে। ফলে প্রদেশের প্রবেশমুখে পুলিশী তল্লাশির ব্যবস্থা করা হয়েছে। রাস্তায় পুলিশের জিজ্ঞাসাবাদের অপেক্ষায় থাকা গাড়ির সারি। এরা সবাই অন্টারিও আসছেন। ছবিটি তুলেছেন রেডিও কানাডার Christian Larivière.