শিরোনাম
◈ রাজধানীতে মিরপুরে আতশবাজির ফুলকি থেকে ভবনে আগুন ◈ শোকের মাঝেও উৎসব: রাজধানীতে আতশবাজি–ফানুসে নববর্ষ বরণ ◈ যখন শেখ হাসিনার মুক্তি চেয়েছিলেন খালেদা জিয়া ◈ শুরু হলো ইংরেজি নতুন বর্ষ ২০২৬ ◈ নববর্ষের অঙ্গীকার হবে—অবাধ, সুষ্ঠু নির্বাচনে জবাবদিহিমূলক সরকার গঠন: তারেক রহমান ◈ খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা, যা লেখা আছে এতে ◈ বেনাপোল কাস্টমস কমিশনারসহ ১৭ কমিশনার বদলি ◈ বেগম খালেদা জিয়ার কফিন বহন করলেন তিন আলেম: আজহারী, আহমাদুল্লা ও মামুনুল হক ◈ বেগম খালেদা জিয়া: ক্ষমতা ও প্রতিরোধের জীবন ◈ রয়টার্সকে দেয়া সাক্ষাৎকার: ভারতীয় কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমীর

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৫:৩৭ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৫:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মহামারী শেষ না হওয়া অবধি নারীদের সন্তান ধারণ থেকে বিরত থাকতে বললো ব্রাজিল

লিহান লিমা: [২] ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, করোনা মহামারী শেষ না হওয়া পর্যন্ত নারীদের উচিত সন্তান ধারণ থেকে বিরত থাকা। ডেইলি মেইল

[৩] ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসচিব রাফায়েল কামরা সংবাদ সম্মেলনে বলেন, ব্রাজিলে ছড়িয়ে পড়া নতুন করোনার ধরন সন্তানসম্ভবা মায়ের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ। যদি নারীরা এখন সন্তান ধারণ থেকে কিছু সময়ের জন্য বিরত থাকেন তবে পরবর্তীতে তারা নিশ্চিন্তে নিজেদের গর্ভকালীন সময় পার করতে পারবেন।’

[৪] তিনি আরো বলেন, ‘গর্ভকালীন অবস্থায় করোনার প্রভাব নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় গবেষণা করছে। তবে ইতোমধ্যেই ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গিয়েছে করোনার নতুন ধরণ গর্ভবতী নারীর জন্য মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে।’

[৫] পরীক্ষায় উঠে এসেছে, পূর্বে গর্ভাবস্থার শেষের সময়ে ঝুঁকিটা বেশি প্রকট হতো, কিন্তু এখন দ্বিতীয় এমনটি প্রথম তিনমাসের গর্ভবতীর জন্যও এই ধরণটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ বলে দেখা গিয়েছে।

[৬] বাংলাদেশসহ বিশ্বের ৬০টিরও বেশি দেশে ইতোমধ্যেই ব্রিটেন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকান এই স্ট্রেইনটি ছড়িয়ে পড়েছে।

[৭] যুক্তরাষ্ট্রে ফাইজার/বায়োএনটেক ও মর্ডানার টিকা গর্ভবতী নারীর শরীরে প্রয়োগের পর কোনো নিরাপত্তা ইস্যু দেখা না দেয়ায় ব্রিটিশ সরকারও সন্তানসম্ভবা নারীদের এই দুই সংস্থার টিকা গ্রহণের পরামর্শ দিয়েছে। সেই সঙ্গে যে নারীরা অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ টিকা নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ টিকা নেয়ারও পরামর্শ দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়