শিরোনাম
◈ ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ: ৪৭% মানুষের মতে তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ◈ জাতিসংঘ শান্তি কমিশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত বাংলাদেশ ◈ সংবিধান সংস্কার পরিষদ কী, সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে বিতর্ক কেন? ◈ হুমকি, হয়রানি ও নিরাপত্তাহীনতায় নির্বাচনী প্রচারণা থেকে বিরতি নিচ্ছেন মেঘনা আলম ◈ রাজধানী থেকে অপহৃত ৩ বছরের শিশুকে ২৪ ঘণ্টায় উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার ◈ ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই আমার নাম নেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনে নিষিদ্ধ, হাসিনা পলাতক, আওয়ামী লীগ কি টিকবে?: আল জাজিরার বিশ্লেষণ ◈ আল্লাহ সুযোগ দিলে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত হতে চাই—তারেক রহমান ◈ ম‌্যান‌চেস্টার সি‌টির কোচ পেপ গা‌র্দিওলা ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব নেতাদের ‘কাপুরুষ’ বললেন  ◈ আদানির সঙ্গে বিদ্যুৎ–কয়লার দাম নিয়ে বিরোধ: ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান নিয়োগ বাংলাদেশের

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৫:৩৭ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৫:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মহামারী শেষ না হওয়া অবধি নারীদের সন্তান ধারণ থেকে বিরত থাকতে বললো ব্রাজিল

লিহান লিমা: [২] ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, করোনা মহামারী শেষ না হওয়া পর্যন্ত নারীদের উচিত সন্তান ধারণ থেকে বিরত থাকা। ডেইলি মেইল

[৩] ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসচিব রাফায়েল কামরা সংবাদ সম্মেলনে বলেন, ব্রাজিলে ছড়িয়ে পড়া নতুন করোনার ধরন সন্তানসম্ভবা মায়ের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ। যদি নারীরা এখন সন্তান ধারণ থেকে কিছু সময়ের জন্য বিরত থাকেন তবে পরবর্তীতে তারা নিশ্চিন্তে নিজেদের গর্ভকালীন সময় পার করতে পারবেন।’

[৪] তিনি আরো বলেন, ‘গর্ভকালীন অবস্থায় করোনার প্রভাব নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় গবেষণা করছে। তবে ইতোমধ্যেই ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গিয়েছে করোনার নতুন ধরণ গর্ভবতী নারীর জন্য মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে।’

[৫] পরীক্ষায় উঠে এসেছে, পূর্বে গর্ভাবস্থার শেষের সময়ে ঝুঁকিটা বেশি প্রকট হতো, কিন্তু এখন দ্বিতীয় এমনটি প্রথম তিনমাসের গর্ভবতীর জন্যও এই ধরণটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ বলে দেখা গিয়েছে।

[৬] বাংলাদেশসহ বিশ্বের ৬০টিরও বেশি দেশে ইতোমধ্যেই ব্রিটেন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকান এই স্ট্রেইনটি ছড়িয়ে পড়েছে।

[৭] যুক্তরাষ্ট্রে ফাইজার/বায়োএনটেক ও মর্ডানার টিকা গর্ভবতী নারীর শরীরে প্রয়োগের পর কোনো নিরাপত্তা ইস্যু দেখা না দেয়ায় ব্রিটিশ সরকারও সন্তানসম্ভবা নারীদের এই দুই সংস্থার টিকা গ্রহণের পরামর্শ দিয়েছে। সেই সঙ্গে যে নারীরা অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ টিকা নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ টিকা নেয়ারও পরামর্শ দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়