আনিস তপন: [২] নভেল করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি।
[৩] কোভিড-১৯ আক্রান্তের পর ১৫ দিন হোম আইসোলেশনে থাকার পর তিনি করোনামুক্ত হলেন।
[৪] শনিবার দুপুরে করোনামুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে মেহের আফরোজ চুমকি এই প্রতিবেদককে বলেন, গত ২৯ মার্চ জাতীয় সংসদ ভবন এলকায় স্থাপিত মেডিকেলক্যাম্পে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। দুই দিন পর নমুনার ফলাফল নেগেটিভ আসে। কিন্তু পরদিন ৩০ মার্চ থেকেই গায়ে জ্বর ও শ্বাস-প্রশ্বাসে সামান্য সমস্যা দেখা দেয়। সঙ্গে সঙ্গে চিকিৎসকের স্বরণাপন্ন হয়ে সেদিন থেকেই হোম আইসোলেশসহ প্রয়োজনীয় চিকিৎসা নেয়া শুরু করেন সাবেক এই প্রতিমন্ত্রী।
[৫] এর পর গত ১৫ এপ্রিল পুনরায় করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে ১৭ এপ্রিল শনিবার রিপোর্টে করোনামুক্ত বলে উল্লেখ করা হয়।
[৬] গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে করোনার টিকাদান কর্মসূচি শুরুর দিনে নিজে টিকা নিয়ে কালীগঞ্জ উপজেলাব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন চুমকি।
[৭] মেহের আফরোজ চুমকি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। তিনি গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসন থেকে টানা চার বার নির্বাচিত সংসদ সদস্য।