শিরোনাম
◈ টেকনাফে বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি ◈ রাখাইনে তুমুল যুদ্ধ, ১৪টি শহর বিদ্রোহীদের দখলে, নজর রাখছে চীন ও ভারত ◈ বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছে: সালাহ উদ্দিন আহমদ ◈ খালেদা জিয়ার সঙ্গে রোববার সন্ধ্যায় বৈঠক করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক প্রত্যাহারের ঘোষণা কার্নির ◈ আমাদের উপদেষ্টা যারা দায়িত্ব পালন করছেন, এখন অনেক ক্ষেত্রেই তারা অসহায়: মির্জা ফখরুল ◈ পরাজ‌য়ে শুরু, পরাজয় দি‌য়ে শেষ বাংলা‌দেশ দ‌লের টপ এন্ড টি-টোয়েন্টি ক্রিকেট ◈ আমাকেও বাংলাদেশে ঠেলে দেওয়া হতে পারে: অমর্ত্য সেন ◈ ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, ‘ঐতিহাসিক’ বলছে ইসলামাবাদ ◈ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময় জানাল এনসিটিবি

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০২:৫৩ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৩:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খাগড়াছড়ির পানছড়ির মনি পাড়ায় দৃষ্টিনন্দন মণিরাজ ফুল

মোবারক হোসেন: [২] খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ১নং লোগাং ইউপির মনি কার্বারী পাড়ার মনচন্দ্র চাকমার বাড়িতে ফুটেছে মণিরাজ ফুল। পঁচাত্তর বছর বয়সী মনচন্দ্র প্রেমদাশ চাকমার সন্তান। তার বাড়ির আঙিনায় শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন মনিরাজ। সরেজমিনে মধুমঙ্গলপাড়ার বুক চিরে বয়ে চলা চেংগী নদী পার হয়ে উঁচু-নিচু পাহাড় বেয়ে কিলো খানেক গেলেই খুঁজে পাই মনচন্দ্র চাকমার বাড়ি।

[৩] সার্বিক সহযোগিতা করেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার উদয়ন চাকমা। মনচন্দ্র চাকমার সাথে কথা হলে তিনি জানান প্রায় চৌদ্দ বছর আগে পানছড়ি বাজার থেকে পঁচিশ টাকায় কেনা গাছটি এবারেই প্রথম ফুল দিল।প্রথমবারের  মতো নিজ চোখে মনিরাজ দেখেই তার আত্মতৃপ্তি। এলাকার বয়োবৃদ্ধ পূর্ণমোহন চাকমা, মুক্তলতা চাকমারা জানায় জীবনে এই প্রথম দেখা মনিরাজ।

[৪] জানা যায়, গাছের ফুলগুলো সাপের ফনার মতো দেখা যায় বলে মুলত: সাপুড়েরা এই গাছকে মণিরাজ বলে প্রচার করে থাকে। মনিরাজ গাছ দুষ্প্রাপ্য না হলেও এর ফুল দুষ্প্রাপ্য। সব গাছে আবার ফুল ফোটে না। তাই মনিরাজ ফুল ফোটাকে সৌভাগ্য হিসেবেও বিবেচনা করা হয়। একটি পূর্ণ বয়স্ক গাছের ঠিক মাথার মধ্যে গোলাকার দৃষ্টিনন্দন মোচা বের হয়।

[৫] মোচা থেকে ফুলটি ফোটার পর প্রথমে সাদা রংয়ের থাকলেও দিন দিন এটি খয়েরি রং ধারণ করে। ফুল থেকে যখন ফলটি হয় তখন তা দেখতে বড় কাঁঠাল আকৃতির যা কিছুটা শরিফা ফলের মতো ছোট ছোট কোষে ভাগ করা।

[৬] তবে সহজেই একটা থেকে অন্যটা কোষ আলাদা করা যায়। এটা নানান রোগের কাজ করে বলে অনেকে জানান। পাহাড়ের বিভিন্ন বাজারে এটির কোষ বিক্রি করতে দেখা গেলেও গাছে ফোটা মনিরাজ বর্তমান সময়ে তেমন একটা দেখা যায়না বলে জানা যায়। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়