শিরোনাম
◈ পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনেই শীর্ষ পদে শিবির প্রার্থীদের জয়ের কারণ কী? ◈ এনআইডি সংশোধন চালু নিয়ে নতুন সিদ্ধান্ত ◈ গাজীপুরে ঝুটের আগুন ছড়িয়েছে ১০ গুদামে, ৩ ঘণ্টাতেও আসেনি নিয়ন্ত্রণে (ভিডিও) ◈ আমরা খেলব, কিন্তু ভারতের বাইরে খেলব: পররাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ চিকিৎসা খরচ কমাতে বড় পদক্ষেপ সরকারের ◈ যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড আরোপ দুঃখজনক হলেও অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা ◈ হাসনাতের আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল: চেম্বার আদালতের রায় ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক কি পুনর্গঠন হবে? : ফরেন পলিসির বিশেষ প্রতিবেদন ◈ ধর্মঘট প্রত্যাহার, এলপি গ্যাস বিক্রি শুরু ◈ 'হাইব্রিড নো ভোটের' মানে কী?

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০২:৫৩ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৩:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খাগড়াছড়ির পানছড়ির মনি পাড়ায় দৃষ্টিনন্দন মণিরাজ ফুল

মোবারক হোসেন: [২] খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ১নং লোগাং ইউপির মনি কার্বারী পাড়ার মনচন্দ্র চাকমার বাড়িতে ফুটেছে মণিরাজ ফুল। পঁচাত্তর বছর বয়সী মনচন্দ্র প্রেমদাশ চাকমার সন্তান। তার বাড়ির আঙিনায় শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন মনিরাজ। সরেজমিনে মধুমঙ্গলপাড়ার বুক চিরে বয়ে চলা চেংগী নদী পার হয়ে উঁচু-নিচু পাহাড় বেয়ে কিলো খানেক গেলেই খুঁজে পাই মনচন্দ্র চাকমার বাড়ি।

[৩] সার্বিক সহযোগিতা করেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার উদয়ন চাকমা। মনচন্দ্র চাকমার সাথে কথা হলে তিনি জানান প্রায় চৌদ্দ বছর আগে পানছড়ি বাজার থেকে পঁচিশ টাকায় কেনা গাছটি এবারেই প্রথম ফুল দিল।প্রথমবারের  মতো নিজ চোখে মনিরাজ দেখেই তার আত্মতৃপ্তি। এলাকার বয়োবৃদ্ধ পূর্ণমোহন চাকমা, মুক্তলতা চাকমারা জানায় জীবনে এই প্রথম দেখা মনিরাজ।

[৪] জানা যায়, গাছের ফুলগুলো সাপের ফনার মতো দেখা যায় বলে মুলত: সাপুড়েরা এই গাছকে মণিরাজ বলে প্রচার করে থাকে। মনিরাজ গাছ দুষ্প্রাপ্য না হলেও এর ফুল দুষ্প্রাপ্য। সব গাছে আবার ফুল ফোটে না। তাই মনিরাজ ফুল ফোটাকে সৌভাগ্য হিসেবেও বিবেচনা করা হয়। একটি পূর্ণ বয়স্ক গাছের ঠিক মাথার মধ্যে গোলাকার দৃষ্টিনন্দন মোচা বের হয়।

[৫] মোচা থেকে ফুলটি ফোটার পর প্রথমে সাদা রংয়ের থাকলেও দিন দিন এটি খয়েরি রং ধারণ করে। ফুল থেকে যখন ফলটি হয় তখন তা দেখতে বড় কাঁঠাল আকৃতির যা কিছুটা শরিফা ফলের মতো ছোট ছোট কোষে ভাগ করা।

[৬] তবে সহজেই একটা থেকে অন্যটা কোষ আলাদা করা যায়। এটা নানান রোগের কাজ করে বলে অনেকে জানান। পাহাড়ের বিভিন্ন বাজারে এটির কোষ বিক্রি করতে দেখা গেলেও গাছে ফোটা মনিরাজ বর্তমান সময়ে তেমন একটা দেখা যায়না বলে জানা যায়। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়