শিরোনাম
◈ পোস্টাল ব্যালটে ভোটের জন্য দেশ ও প্রবাসী ১৫ লাখ ভোটারের নিবন্ধন ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা, বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল ◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ ◈ কঠোর হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের, নিচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি ◈ কুমিল্লা-৬ সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার,দিলেন নির্বাচন পরিচালনার দায়িত্ব ◈ বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট পেপার যুক্তরাষ্ট্রের গুদামে ◈ চূড়ান্ত হলো নবম পে স্কেলের গ্রেড সংখ্যা ◈ যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতে যেসব সমস্যার মুখোমুখি হতে পারেন প্রবাসী বাংলাদেশিরা ◈ জামায়াতসহ ১১ দলের ২৫৩ আসনে সমঝোতা, কোন দলের কত প্রার্থী

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০৫:২৪ বিকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৫:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবার শুনানি স্থগিত, ভারতীয় বোর্ডে থেকে গেলেন সৌরভ গাঙ্গুলি ও জয় শাহ

স্পোর্টস ডেস্ক: [২] সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এবং জয় শাহ সচিব হিসেবে থাকতে পারবেন কিনা দীর্ঘদিন প্রশ্ন ছিল। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সুপ্রিম কোর্ট এই মামলাটি স্থগিত রাখার সিদ্ধান্ত নিল। এর ফলে স্বাভাবিকভাবেই সৌরভ, জয় শাহ, জয়েশ জর্জ শীর্ষ কর্মকর্তার পদে থাকার আরও সময় পেয়ে গেলেন।

[৩] মোটামুটি আবার দুই সপ্তাহ পর এই নিয়ে সিদ্ধান্ত হতে পারে। গত অগাস্ট মাসে সুপ্রিম কোর্ট বিসিসিআই সংবিধানে বদলের আদেশ পাস করেন। এই সিদ্ধান্ত মানলে পদাধিকারীদের কুলিং অফ পিরিয়ডের মধ্যে রয়েছেন। নিয়ম অনুযাযায়ী ভারতীয় ক্রিকেটের প্রতি পদাধিকারীকেই ৩ বছর কার্যকালের মধ্যে নিজের পদ ছাড়তে হয়।

[৪] এই নিয়ম অনুযায়ী ২০২০ সালের মাঝামাঝি শেষ হয়ে গেছে। এই বছরের ফেব্রুয়ারি মাসে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার মেহতা বিসিসিআইকে মামলা টানার জন্য কড়া বার্তা দিয়েছিলেন। বিচারপতি রাও বলেছেন, আমরা এইভাবে মামলা স্থগিত করতে পারি না। আমরা আগে ৬ বার এই মামলা স্থগিত করেছি। আর স্থগিত হবে না। ২৩ মার্চ তারিখ দেওয়া হয়েছিল কিন্তু সে সময় শুনানি হয়নি।

[৫] কারণ ছিল বিচারপতি রাও মারাঠা রিজার্ভেশন কেসের শুনানিতে ব্যস্ত ছিলেন। তার বেঞ্চ ১৪টি মামলার শুনানি করছে। বিসিসিআই চাইছে সৌরভ, জয় শাহ ও জয়েশ জর্জ কুলিং অফ পিরিয়ড ছাড়াই কাজ করতে থাকে। সৌরভ গঙ্গোপাধ্যায় সম্প্রতি জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ওপর তিনি নিজের ভবিষ্যত স্থির করবেন। - এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়