শিরোনাম
◈ ৬ হাজার ৭৫৫ কোটি টাকা ব্যয়ের পর অসমাপ্ত অবস্থায় বাতিল ২৯ প্রকল্প ◈ ট্রাম্পের দাবি: মার্কিন হুঁশিয়ারিতে ইরানে বিক্ষোভকারীদের হত্যা ও মৃত্যুদণ্ড স্থগিতের নির্দেশ দিয়েছে তেহরান ◈ যে কারণে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র ◈ বিএনপি নেতা সাজুকে বহিষ্কার ◈ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: কাছাকাছি মার্কিন ঘাঁটি ও সামরিক শক্তির হিসাব ◈ এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে, বেনাপোল বন্দরে ৫৩ কাটুন আটক ◈ দেশের বাজারে সব রেকর্ড ভেঙে সোনার দামে ইতিহাস ◈ ট্রাম্প প্রশাসনের বড় সিদ্ধান্ত: বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে ◈ নবম পে স্কেল: ফের বৈঠকে বসছে কমিশন, চূড়ান্ত হতে পারে একাধিক বিষয় ◈ নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০৫:২৪ বিকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৫:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবার শুনানি স্থগিত, ভারতীয় বোর্ডে থেকে গেলেন সৌরভ গাঙ্গুলি ও জয় শাহ

স্পোর্টস ডেস্ক: [২] সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এবং জয় শাহ সচিব হিসেবে থাকতে পারবেন কিনা দীর্ঘদিন প্রশ্ন ছিল। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সুপ্রিম কোর্ট এই মামলাটি স্থগিত রাখার সিদ্ধান্ত নিল। এর ফলে স্বাভাবিকভাবেই সৌরভ, জয় শাহ, জয়েশ জর্জ শীর্ষ কর্মকর্তার পদে থাকার আরও সময় পেয়ে গেলেন।

[৩] মোটামুটি আবার দুই সপ্তাহ পর এই নিয়ে সিদ্ধান্ত হতে পারে। গত অগাস্ট মাসে সুপ্রিম কোর্ট বিসিসিআই সংবিধানে বদলের আদেশ পাস করেন। এই সিদ্ধান্ত মানলে পদাধিকারীদের কুলিং অফ পিরিয়ডের মধ্যে রয়েছেন। নিয়ম অনুযাযায়ী ভারতীয় ক্রিকেটের প্রতি পদাধিকারীকেই ৩ বছর কার্যকালের মধ্যে নিজের পদ ছাড়তে হয়।

[৪] এই নিয়ম অনুযায়ী ২০২০ সালের মাঝামাঝি শেষ হয়ে গেছে। এই বছরের ফেব্রুয়ারি মাসে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার মেহতা বিসিসিআইকে মামলা টানার জন্য কড়া বার্তা দিয়েছিলেন। বিচারপতি রাও বলেছেন, আমরা এইভাবে মামলা স্থগিত করতে পারি না। আমরা আগে ৬ বার এই মামলা স্থগিত করেছি। আর স্থগিত হবে না। ২৩ মার্চ তারিখ দেওয়া হয়েছিল কিন্তু সে সময় শুনানি হয়নি।

[৫] কারণ ছিল বিচারপতি রাও মারাঠা রিজার্ভেশন কেসের শুনানিতে ব্যস্ত ছিলেন। তার বেঞ্চ ১৪টি মামলার শুনানি করছে। বিসিসিআই চাইছে সৌরভ, জয় শাহ ও জয়েশ জর্জ কুলিং অফ পিরিয়ড ছাড়াই কাজ করতে থাকে। সৌরভ গঙ্গোপাধ্যায় সম্প্রতি জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ওপর তিনি নিজের ভবিষ্যত স্থির করবেন। - এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়