শিরোনাম
◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৭:১১ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়ানডের বিশ্বসেরা হয়ে বাবর আজমের নজর এবার টেস্টের সিংহাসনে

স্পোর্টস ডেস্ক : [২] সদ্য প্রকাশিত হওয়া আইসিসির ওয়ানডে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে বিরাট কোহলিকে সরিয়ে এক নম্বর স্থান দখল করেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। চতুর্থ পাকিস্তানি হিসাবে এই কৃতিত্ব অর্জন করেন বাবর। তবে এখানেই থামতে নারাজ বাবর। ওয়ান ডের পর এবার টেস্ট র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থান দখলই পাখির চোখ তার।

[৩] বাবর মনে করছেন এর সুবাদে দায়িত্ব অনেকটা বেড়ে গেল। এক নম্বরে নিজের জায়গা ধরে থাকতে আরও কঠিন পরিশ্রম ও ধারাবাহিকতা দেখানো প্রয়োজন তার। উচ্ছ্বসিত বাবর বলেন, আমার ক্রিকেট কেরিয়ারে এক বিরাট মাইলফলক এটি। দীর্ঘ সময়ের জন্য এক নম্বরে নিজের জায়গা ধরে রাখতে গেলে আরও কঠোর পরিশ্রম করতে হবে আমায়। ব্যাট হাতে আরও ধারাবাহিকভাবে রান করে যেতে হবে আমায়। জাহির আব্বাস, জাভেদ মিঁয়াদাদ, মহম্মদ ইউসুফের মত পাকিস্তানের উজ্জ্বল নক্ষত্রের পাশে নিজের জায়গা করতে পেরে আমি খুবই গর্ববোধ করছি।

[৪] কিছুদিন আগেই সাবেক পাকিস্তান ক্রিকেটার আকিব জাভেদ কোহলির সঙ্গে বাবরের তুলনা টেনে বলেছিলেন, পাকিস্তান অধিনায়কের ব্যাটিংয়ে কোন দুর্বলতা নেই। প্রায় সাড়ে তিন বছর পর কোহলিকে সিংহাসনচ্যুত করে বাবর প্রমাণ করে দিলেন যে, বর্তমান সময়ে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের সঙ্গে একই সূচিতে তাঁর নাম উচ্চারিত হওয়ার যোগ্য।

[৫] তবে টেস্ট ক্রিকেটে এখনও কিছুটা পিছিয়ে ছয় নম্বর স্থানে রয়েছেন ২৬ বছর বয়সী ডান হাতি ব্যাটসম্যান। সেই তালিকায় ওপরের দিকে উঠতে আগ্রহী বাবর বলেন, এর আগে আমি টি-টোয়েন্টি ক্রিকেটেও ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বর স্থান দখল করেছি। তবে আমার মতে টেস্ট ক্রিকেটই হল আসল খেলা। ব্যাটসম্যানদের আসল দক্ষতা, যোগ্যতা পরিমাপের মানদণ্ড। টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বর স্থান দখল করাই আমার আসল লক্ষ্য। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়