ডেস্ক রিপোর্ট: রাজবাড়ীর পদ্মায় জেলের জালে সাত কেজি ওজনের একটি আইড় মাছ ধরা পড়েছে। বুধবার (১৪ এপ্রিল) দুপুরে পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে জেলে হরলাল হালদারের জালে মাছটি ধরা পড়ে। মাছটিকে আড়তে নিয়ে আসলে এক নজর দেখতে ভিড় করে স্থানীয়রা।
দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, বুধবার দুপুরে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মার মাঝামাঝি এলাকায় জাল ফেলে জেলে হরলাল হালদার। এ সময় তার জালে এ মাছটি ধরা পড়ে। মাছটি আড়তে নিয়ে আসলে ডাকের মাধ্যমে ১৫০০ টাকা কেজি দরে মোট ১০ হাজার ৫০০ টাকায় কিনে নিয়ে কুষ্টিয়ার এক ব্যবসায়ীর কাছে ১১ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়েছে।