তপু সরকার হারুন: বাংলাদেশ কৃষি উন্নয়ন কপোর্রেশন বিএডিসি হিমাগার শেরীঘাট শেরপুর এর আওতায় মালয়েশিয়া , সিঙ্গাপুর ও শ্রীলঙ্কায় আলু রপ্তানীর উদ্বোধন করা হয়েছে।
১৩ এপ্রিল মঙ্গলবার দুপুরে শেরপুর বিএডিসি হিমাগার শেরীঘাট কার্যালয়ে আলু রপ্তানির উদ্বোধন করেন । প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।
এসময় উপস্থিত ছিলেন শেরপুর বিএডিসি হিমাগার উপ-পরিচালক ( টিসি)কৃষিবীদ খলিলুর রহমান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মহিত কুমার দে, জাতীয় পুরস্কারপ্রাপ্ত আলু বীজ চাষি উসমান গণিসহ অনেকে।
বিএডিসি হিমাগার উপ-পরিচালক জানান, মালয়েশিয়া ও শ্রীলঙ্কায় ১শ মেট্রিকটন আলু রপ্তানী করা হবে।